ইলেকট্রিক স্কুটার হবে আরও চমকপ্রদ, Ola-র নতুন প্রযুক্তি বদলে দেবে অভিজ্ঞতা

ক্রেতামহলে উন্মাদনা বাড়িয়ে এবছর ১৫ অগস্ট নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। এর পাশাপাশি সংস্থা তাদের ভবিষ্যতের জন্য একটি নতুন প্ল্যাটফর্মের…

ola-gen-3-platform

ক্রেতামহলে উন্মাদনা বাড়িয়ে এবছর ১৫ অগস্ট নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। এর পাশাপাশি সংস্থা তাদের ভবিষ্যতের জন্য একটি নতুন প্ল্যাটফর্মের টিজার প্রকাশ করেছে। এটি হচ্ছে তৃতীয় প্রজন্মের প্ল্যাটফর্ম। সংস্থার পক্ষ থেকে এর নাম রাখা হয়েছে – জেন ৩ বা Gen 3। ভিডিওতে প্ল্যাটফর্মটির খুঁটিনাটি দেখানো হয়েছে। চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

Ola আনছে তৃতীয় প্রজন্মের প্ল্যাটফর্ম

   

জেন ৩ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে যে ওলা অদূর ভবিষ্যতে আরও একাধিক ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। অনুমান করা হচ্ছে, সংস্থা তাদের নতুন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে একটি কমিউটার, একটি স্পোর্ট এবং একটি টুরিং স্কুটার আনবে। 

আবার দীর্ঘদিন ধরেই ওলা নিজের কারখানায় ব্যাটারি সেল তৈরির বিষয়ে সুর চড়িয়ে আসছে। ইতিমধ্যেই তার টিজার ভিডিও প্রকাশ করেছে কোম্পানি। তারা জানিয়েছে, নতুন ৪৬৮৯ সেলগুলি কেবলমাত্র আকারে যে বড় হবে তেমনই নয়, পাশাপাশি শক্তিশালীও হবে। 

অগস্টে 2.20 লাখ সস্তায় কিনুন Mahindra XUV700, শুধু এই ভ্যারিয়েন্টেই মিলবে ছাড়

সর্বোপরি ওলার লক্ষ্য, নিজেদের মোটর, ব্যাটারি ও গোটা ইলেকট্রনিক সেটআপ নির্মাণ করার। স্কুটারের অ্যালুমিনিয়াম ফ্রেম এই নয়া তৃতীয় প্রজন্মের ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি করা হবে। প্রথম ও দ্বিতীয় প্রজন্মের প্ল্যাটফর্মে যেখানে যথাক্রমে ১০টি ও ৪টি প্রসেসর ব্যবহার করা হত, যে জায়গায় জেন ৩ প্ল্যাটফর্মে থাকবে মাত্র একটি ইউনিট। এতে বৈদ্যুতিন সজ্জার খরচ কমবে। এছাড়া ওলা তাদের অ্যাডাস বা ADAS প্রযুক্তি উন্মোচিত করেছে।