Oppo লঞ্চ করল একদম সস্তার 5G ফোন, রয়েছে ফাস্ট চার্জিং ও 50MP ক্যামেরা

চৈনিক সংস্থা Oppo ভারতের বাজারে আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের একটি সস্তার নতুন 5G স্মার্টফোন। মডেলটির নাম Oppo A3 5G। সম্প্রতি এদেশে লঞ্চ হওয়া Oppo…

oppo-a3-5g

চৈনিক সংস্থা Oppo ভারতের বাজারে আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের একটি সস্তার নতুন 5G স্মার্টফোন। মডেলটির নাম Oppo A3 5G। সম্প্রতি এদেশে লঞ্চ হওয়া Oppo A3x 5G ফোনের সঙ্গে এর অনেকাংশেই মিল রয়েছে। মিলিটারি-গ্রেড শক ও লিকুইড রেজিস্ট্যান্স অফার করা হয়েছে এই ফোনে। এতে উপস্থিত 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 45 ওয়াট ফাস্ট (SUPERVOOC) চার্জিং। দু’রকম কালার অপশানে বেছে নেওয়া যাবে ডিভাইসটি। দাম শুরু হচ্ছে 15,000 টাকা থেকে।

Oppo A3 5G : স্পেসিফিকেশন

   

Oppo A3 5G-তে অফার করা হয়েছে একটি 6.67 ইঞ্চি HD+ LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং পিক ব্রাইটনেস 1000 নিটস। স্মার্টফোনটির ওজন 187 গ্রাম এবং 7.7 মিমি স্লিম। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, এটি অক্টা-কোর MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা পরিচালিত হবে। আবার 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ সহ এসেছে A3 5G। 

ভিডিও কল ও সেলফির জন্য Oppo A3 5G-এর সামনে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। চমকপ্রদ ফটোগ্রাফির জন্য রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি রিয়ার ক্যামেরা। মজার বিষয়, 5,100 এমএএইচ ব্যাটারি যুক্ত এই ফোন 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ে সক্ষম। অ্যান্ড্রয়েড 14-এর উপর ভিত্তি করে ColorOS 14.0.1 কাস্টম স্কিনে চলবে। সুরক্ষার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেশ আনলক।

আনলিমিটেড 5G পরিষেবা পাচ্ছেন না? দেখুন এই 3 সেরা রিচার্জ প্ল্যান, ফ্রি Netflix

Oppo A3 5G : ভারতে দাম

Oppo-র ভারতীয় অফিসিয়াল ওয়েবসাইটে Oppo A3 5G-এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 15,999 টাকা ধার্য করা হয়েছে। এটি নেবুলা রেড এবং ওশান ব্লু কালারে বেছে নেওয়া যাবে। ব্যাঙ্ক অফ বরোদা, ওয়ানকার্ড এবং এসবিআই কার্ডে 10 শতাংশ বা 1,600 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে বলে জানানো হয়েছে।