ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (Relaince Jio) বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের চাহিদা পূরণে হরেক রিচার্জ প্ল্যান অফার করে। ইদানিং আনলিমিটেড ফাইভ-জি (5G) ডেটার সুবিধা দিচ্ছে তারা। বর্তমানে বহু ক্রেতা আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা উপভোগ করছেন। কিন্তু এখনও অসংখ্য মানুষ 4G হ্যান্ডসেট ব্যবহার করেন। এমন গ্রাহকদের জন্য আনলিমিটেড না হলেও, প্রতিদিন ৩জিবি পর্যন্ত ডেটা রিচার্জ প্ল্যান রয়েছে জিও’র। আবার দীর্ঘমেয়াদী কিছু জনপ্রিয় প্ল্যান আছে সংস্থার। এগুলির সাথে বিনামূল্যে পাওয়া যায় বিভিন্ন OTT সাবস্ক্রিপশন। আজকের এই প্রতিবেদনে তেমনই তিনটি সেরা রিচার্জ প্ল্যানের হদিশ রইল।
Relaince Jio-র ৪৪৯ টাকার প্ল্যান
দৈনিক ৩জিবি পর্যন্ত ডেটা পাওয়া যায় এমন সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান হচ্ছে ৪৪৯ টাকা। ২৮ দিনের বৈধতার সঙ্গে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানের সাথে জিও অ্যাপ (JioTV, JioCinema ও JioCloud) ব্যবহারের আনন্দ উপভোগ করা যায়।
Relaince Jio-র ১১৯৯ টাকার প্ল্যান
আপনি যদি দীর্ঘদিনের ভ্যালিডিটি পেতে চান, তবে ১১৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন। ৮৪ দিনের বৈধতার এই রিচার্জে দৈনিক ৩জিবি পর্যন্ত ডেটা’র আনন্দ উপভোগ করা যায়। এছাড়া রয়েছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধা। এই প্ল্যানেও JioTV, JioCinema ও JioCloud অ্যাপ ফ্রি’তে অফার করে কোম্পানি।
Royal Enfield: রেট্রো বাইকপ্রেমীদের জন্য দারুণ খবর! বাজার তোলপাড় করতে আসছে এই তিন মডেল
Relaince Jio-র ১৭৯৯ টাকার প্ল্যান
দীর্ঘদিনের ভ্যালিডিটি যুক্ত আরও একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান হচ্ছে ১৭৯৯ টাকা। এতেও ৮৪ দিনের বৈধতার সঙ্গে দৈনিক ৩জিবি পর্যন্ত ডেটা পাওয়া যায়। এছাড়া রয়েছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধা। এই প্ল্যানেও JioTV, JioCinema ও JioCloud অ্যাপ ফ্রি’তে অফার করে কোম্পানি। ১১৯৯ টাকার প্ল্যানের সঙ্গে এর পার্থক্য বলতে, অতিরিক্ত হিসাবে এতে নেটফ্লিক্স (Netflix) সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।
জানিয়ে রাখি, এইসব প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা শুধুমাত্র সেই সমস্ত গ্রাহকরা উপভোগ করতে পারবেন যাদের এলাকায় Jio 5G পরিষেবা রয়েছে। এর সঙ্গে আপনার স্মার্টফোনটি অবশ্যই 5G নেটওয়ার্ক সমর্থিত হতে হবে।