Royal Enfield: রেট্রো বাইকপ্রেমীদের জন্য দারুণ খবর! বাজার তোলপাড় করতে আসছে এই তিন মডেল

রেট্রো মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। বিগত ক’বছরে ভারতীয় গ্রাহকদের মধ্যে এই বাইকের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়তে দেখে এদেশে ব্যবসাকারী বেশকিছু…

Royal-Enfield-Classic-350

রেট্রো মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। বিগত ক’বছরে ভারতীয় গ্রাহকদের মধ্যে এই বাইকের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়তে দেখে এদেশে ব্যবসাকারী বেশকিছু কোম্পানি এমন মডেল এনেই চলেছে। যার মধ্যে অন্যতম রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। এই কিংবদন্তি সংস্থা আগামীতে আরও তিনটি নতুন রেট্রো-বাইক আনার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে কোম্পানির আসন্ন তিন মোটরবাইক সম্পর্কে জেনে নেওয়া যাক।

নতুন Royal Enfield Classic 350

   

তালিকার প্রথমে রয়েছে নতুন প্রজন্মের Royal Enfield Classic 350। ভারতে এই বাইকের বিপুল জনপ্রিয়তা। ক্রেতাদের একঘেয়েমি কাটাতে এবারে ফের এই বাইকে আপডেট দিতে চলেছে রয়্যাল এনফিল্ড। জানিয়ে রাখি, নয়া ভার্সনটি ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে। তবে আনুষ্ঠানিক লঞ্চ হবে আগামী ১ সেপ্টেম্বর, ২০২৪। ওইদিনই এর দাম ঘোষিত হবে।

Royal Enfield Classic 650

অদূর ভবিষ্যতে রয়্যাল এনফিল্ড তাদের একটি ৬৫০ সিসি মোটরসাইকেল লঞ্চের প্রস্তুতি ইতিমধ্যেই আরম্ভ করেছে। এটি হচ্ছে Royal Enfield Classic 650। ভারতে আসন্ন এই মডেলটির একাধিকবার টেস্টিং চালাতে দেখা গিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বাইকটি ইউএসবি চার্জিং এবং RSU টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক সহ হাজির হবে। 

এবার জমবে খেলা! Jawa-Yezdi-কে চাপে ফেলতে নতুন ববার বাইক আনছে Royal Enfield

Royal Enfield Bullet 650

রয়্যাল এনফিল্ডের আসন্ন তৃতীয় মোটরসাইকেলটি হচ্ছে Bullet 650। বহু পুরনো এই মডেলটি এবারে আরও বড় ইঞ্জিনের সঙ্গে আসতে চলেছে। এটিকেও ভারতের রাস্তায় একাধিকবার টেস্টিং চলাকালীন দর্শন পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, Royal Enfield Bullet 650-এর দাম ৩ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে।