Maoist Attack: মাওবাদী হামলায় রক্তাক্ত পরিস্থিতি, একাধিক জওয়ান ‘শহিদ’

ছত্তিশগড়ের বিজাপুরে ফের নকশাল হামলা। হামলায় ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান শহিদ হয়েছেন এবং ১৪ জন সেনা আহত হয়েছেন। আহত সেনাদের চিকিৎসার জন্য রায়পুরে পাঠানো হয়েছে।এনকাউন্টার…

ছত্তিশগড়ের বিজাপুরে ফের নকশাল হামলা। হামলায় ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান শহিদ হয়েছেন এবং ১৪ জন সেনা আহত হয়েছেন। আহত সেনাদের চিকিৎসার জন্য রায়পুরে পাঠানো হয়েছে।এনকাউন্টার এখনো চলছে। তথ্য অনুযায়ী, কোবরা-এসটিএফ-ডিআরজি জওয়ানদের ওপর এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, ২০০১ সালেও নকশালরা একই জায়গায় হামলা করেছিল।

সুকমা পুলিশ আজই তেকুলগুদামে সেনাদের জন্য একটি নতুন ক্যাম্প খুলেছে। একই শিবিরের কোবরা, এসটিএফ এবং ডিআরজি কর্মীরা শিবিরের কাছে জোনাগুদা-আলিগুড়ার দিকে অনুসন্ধানের জন্য বেরিয়েছিল। তখনই নকশালরা আক্রমণ করে। সিলগার ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার পর আহত সেনাদের উন্নত চিকিৎসার জন্য রায়পুরে পাঠানো হয়েছে। আহত সেনাদের হেলিকপ্টারে করে রায়পুরে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই একই জায়গায় ২০০১ সালের হামলায় ২২ সেনা শহিদ হন।

ব্যাকআপের জন্য সিআরপিএফ-এর কোবরা কমান্ডারকে পাঠানো হয়েছে

জানা যাচ্ছে, CRPF-এর কোবরা কমান্ডো এবং ছত্তিশগড় ডিআরজি কর্মীদের ব্যাকআপের জন্য পাঠানো হয়েছে। নকশালদের সঙ্গে এখনও এনকাউন্টার চলছে। একই সঙ্গে আহত সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। মাওবাদীদের গুলির যোগ্য জবাব দিতে গিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীও গুলি চালায়। বলা হচ্ছে, সেনাবাহিনীর গুলি চালানোর পর নকশালরা সেখান থেকে জঙ্গলে আড়াল করে পালিয়ে যায়।