আগামী বুধবার ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শিলং লাজং এফসি। সেজন্য সোমবার দুপুরেই অনুশীলন সেরে শিলং উড়ে গিয়েছে গোটা দল। যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে সকল ফুটবলারদের।
নন্দকুমার সেকার থেকে শুরু করে দিমিত্রিওস ডায়মান্তাকস দুরন্ত ছন্দে ধরা দিলেন সকলেই। মোহাম্মদ রাকিপ অনুপস্থিত থাকলেও বিশেষ নজর কাড়েন ভারতীয় দলের ডিফেন্ডার প্রভাত লাকরা। সব ঠিকঠাক থাকলে আসন্ন ম্যাচে তাঁকেই প্রথম একাদশে রাখতে পারেন কোচ কার্লেস কুয়াদ্রাত। এছাড়াও যথেষ্ট সক্রিয় থাকতে দেখা যায় ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভাকে (Cleiton Silva)।
চোটের কারনে গত কয়েক ম্যাচে খেলতে পারেননি এই ফুটবলার। এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার ম্যাচের মধ্যে দিয়েই এবারের মরসুম শুরু করেছেন ক্লেটন। এবার হয়তো তাঁকে দেখা যেতে চলেছে ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচে। যা নিঃসন্দেহে অনেকটাই স্বস্তি দেবে সমর্থকদের।
অন্যদিকে ডুরান্ড কাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না হলেও ম্যাচ ফিট করে তুলতেই হয়তো তাঁকে শিলং নিয়ে গিয়েছেন স্প্যানিশ কোচ। গত বছর অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ডুরান্ড কাপ। যা হতাশ করেছিল সকলকে। এবার সেই ভুল ত্রুটি শুধরে নিয়ে খেতাব জয় করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।