TET Scam: শারোদৎসবের আগেই শিক্ষক পদে চাকরি হারাচ্ছেন হাজার হাজার

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট তৎপরতা সিবিআই ও ইডির। হন্যে হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের খোঁজ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সূত্রের খবর,…

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট তৎপরতা সিবিআই ও ইডির। হন্যে হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের খোঁজ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সূত্রের খবর, টাকা দিয়ে মেধা বহির্ভূত বিপুল নিয়োগ করানো (TET Scam) হয়েছিল। মানিক ধরা পড়লেই সব ফাঁস হবে। এদিকে আরও সংকট আগেই প্রাথমিক শিক্ষক পদে যাদের বেআইনিভাবে নিয়োগ হয়েছিল, সকলকে বরখাস্ত করা হবে। সেই সংখ্যা হতে পারে কয়েক হাজার।

এমনটা যে হবে তার ইঙ্গিত আগেই দিয়েছেন দুঁদে আইনজীবী ও সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছিলেন, নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল হতে শুরু করলে ভয়াবহ আর্থ সামাজিক সংকট তৈরি হবেই। এর দায় তৃণমূল কংগ্রেস সরকারের।

   

পড়ুন কী ভয়াবহ দিক ইঙ্গিত করেছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য 

West Bengal: কেঁচো খুঁড়তে কেউটে, শিক্ষাক্ষেত্রে কর্মহীন হতে পারেন ৫৪ হাজার

নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, তা স্পষ্ট হয়েছে বিধায়ক এবং সাংসদদের সুপারিশ পত্র এবং নামের তালিকা থেকে। ইতিমধ্যেই একাধিক বিধায়কদের নামের তালিকা এবং সুপারিশ পত্র আদালতে জমা দেওয়া হয়েছে। আবার এই ৪২,৮০০ জনের নিয়োগের বিষয় জমা পড়েছে সিলবন্দি খামে৷ এই সবটা মিলিয়ে দেখলে আগামী দিনে বেআইনি নিয়োগের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।

চাকরি প্রার্থীদের কথায়, ৪২,৮০০ জনের তালিকায় ভুয়ো নিয়োগের সংখ্যাও কম নয়৷ সাদা খাতা জমা দিয়ে পরে ওএমআর শিটে বদল করা হয়েছে। আবার বাড়তি নম্বর দিয়ে নিয়োগ হয়েছে একথা বলেছেন তৃণমূলের সাংসদ। সেখানে নদিয়া জেলার বেশ কিছু চাকরি প্রার্থীদের বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। এই ধরনের নজিরবিহীন দুর্নীতি করা হয়েছে প্রাথমিক শিক্ষক পদের নিয়োগে। বেলাগাম দুর্নীতির কিনারা করতেই তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাই পলাশিপাড়ার বিধায়ককে আগামী দিনে হেফাজতে নিতে পারে ইডি ও সিবিআই। এমনটাই সূত্রে খবর৷

বিজেপি ঘনিষ্ঠ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কথায়, স্বদেশ দাসের মামলার সময় ডিভিশন বেঞ্চে ৪২,৮০০ পদে নিয়োগের তথ্য সিলবন্দি খামে আদালতের কাছে জমা দেওয়া হয়েছিল। সম্প্রতি আদালত সেই খামে সমস্ত তথ্য মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে। খুব শীঘ্রই সেই তালিকা দেখলেই স্পষ্ট হবে নিয়োগে কোনও দুর্নীতি হয়েছে কি না।

তিনি বলেন, নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট খতিয়ে দেখবেন। সেখানে বেনিয়ম হয়েছে কি না, অর্থাৎ কম নম্বরকে আগে চাকরি দেওয়া হয়েছে কি না, অথবা বেশী নম্বর যারা পেয়েছেন তাঁদের নাম তালিকায় রয়েছে কি না। ক্যাটাগরি অনুযায়ী মেরিট লিস্ট হয়েছে কি না। সেখানে চেইন ওয়াইস বিষয়টি হয়েছে কিনা এবং সেখানে সেনা বিভাগ থেকে আসা কতজনকে চাকরি দেওয়া হয়েছে সবটা খতিয়ে দেখা হবে৷

ওয়াকিবহাল মহলের ধারণা, শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়নি। টাকার বিনিময়ে হাজার চাকরি বিক্রি হয়েছে। সেই বিপুল অঙ্কের সম্পত্তির আঁচ পাওয়া গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল টাকার পরিমাণ দেখে৷ সিবিআই এবং ইডির গতিবিধি