Cyclone Asani: ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার্থে বিশেষ ব্যবস্থা কলকাতা পুরসভার

চোখ রাঙাচ্ছে অশনি (Cyclone Asani)। আর এরই মধ্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। ঝড়বৃষ্টির সময় বিদ্যুত্‍স্পৃষ্টের মত দুর্ঘটনা…

kmc

চোখ রাঙাচ্ছে অশনি (Cyclone Asani)। আর এরই মধ্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। ঝড়বৃষ্টির সময় বিদ্যুত্‍স্পৃষ্টের মত দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য রাস্তার ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুত্‍ সংযোগ বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জলের জোগান চালু রাখার জন্য ৮০টি গাড়ি ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে। সোমবার পুরসভায় উচ্চ পর্যায়ের বৈঠকে হয়।

ঘুর্নিঝড় এর কথা মাথায় রেখে পুর এলাকায় ১৩ জন মেয়র পারিষদকে বরোভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি বরোগুলিতে পর্যাপ্ত ত্রিপল, ত্রাণসামগ্রী এবং জল মজুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রিফলা এবং রাস্তার বাতিস্তম্ভগুলি পরিদর্শনের কাজ শুরু করা হয়েছে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুর কমিশনার বিনোদ কুমার। একই সঙ্গে, বৃষ্টি শুরু হলে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুত্‍ সংযোগ বন্ধ করে দেওয়া হবে বলে পুর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোলা তারের জন্য সিইএসসি-কেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দুর্যোগের আশঙ্কায় বরোগুলিতে বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়ে দল তৈরি করা হয়েছে। ভারী বৃষ্টিতে জল জমলে, তা নিষ্কাশনের জন্য ৭৭টি পাম্পিং স্টেশনের ৯৫ শতাংশই সক্রিয় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময় পাম্পিং মেশিন সক্রিয় রেখেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। সে জন্য প্রায় ৬৫০টি পোর্টেবল পাম্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।