হিজাব বিতর্কের আঁচ কলকাতাতেও, বিস্ফোরক দিলীপ

হিজাব বিতর্কের আঁচ এবার কলকাতাতেও। কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে পার্ক সার্কাসেও শুরু হয়েছে বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে,…

হিজাব বিতর্কের আঁচ এবার কলকাতাতেও। কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে পার্ক সার্কাসেও শুরু হয়েছে বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কাতারে কাতারে মানুষ হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ও স্লোগান দিচ্ছে। আর এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এবার এই ইস্যুতে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। তিনি পার্ক সার্কাসের সেই ভিডিওটি শেয়ার করে নাম না করে রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছেন। তিনি লিখেছেন, ‘এবার বাংলাতেও কর্নাটকের হিজাব বিতর্কের আঁচ এল। পশ্চিম বঙ্গে সাম্প্রদায়িকতাকে কারা পৃষ্ঠপোষকতা করছে? কার নেতৃত্বে এই ব্যবস্থা করা হয়েছে, তা সকলেরই জানা! এই বিক্ষোভে বাধা দেয়নি পুলিশ প্রশাসন।’

হিজাব বিতর্ককে ঘিরে উত্তপ্ত দক্ষিণী রাজ্য কর্নাটক। হিজাব বিতর্কের আঁচ পৌঁছেছে দিল্লি, মুম্বইতেও। বেঙ্গালুরুর শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দু’সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ২০০ মিটার পর্যন্ত কোনও বিক্ষোভ জমায়েত করা যাবে না। সম্প্রতি কর্নাটক সরকার কর্নাটক শিক্ষা আইন-১৯৮৩-এর ১৩৩ ধারা জারি করেছে রাজ্যে। এ কারণে এখন সব স্কুল-কলেজে ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। এর আওতায় সরকারি স্কুল-কলেজে নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, বেসরকারি স্কুলগুলোও তাদের নিজস্ব ইউনিফর্ম বেছে নিতে পারবে। গত জানুয়ারি মাসে উদুপির একটি সরকারি কলেজের ছয় জন ছাত্রী হিজাব পরে কলেজে প্রবেশ করার পর এই বিতর্ক শুরু হয়।