‘অবাধ্য’ কালার বয় মদনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তৃণমূল

বরাবরই শিরোনামে থাকেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এবার নিজেরই বিতর্কিত মন্তব্যের জেরে দলের রোষের মুখে পরতে হল। তাঁকে শো কজ করতে চলেছে…

বরাবরই শিরোনামে থাকেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এবার নিজেরই বিতর্কিত মন্তব্যের জেরে দলের রোষের মুখে পরতে হল। তাঁকে শো কজ করতে চলেছে তৃণমূল (TMC)। 

শুধু তাই নয়, বিধায়কের উত্তরে সন্তুষ্ট না হয়ম দল তাহলে মদনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে দল। মদন মিত্রের জবাব চাইবে শৃঙ্খলারক্ষা কমিটি।

প্রসঙ্গত বৃহস্পতিবার বৃহস্পতিবার দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে এক কর্মসূচিতে যোগ দেন মদন মিত্র। সেখানে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায়র পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনও মুখ নেই। বাকিরা কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা।”

এর পাশাপাশি এক ফেসবুক লাইভে মদন মিত্র নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আমায় এমনি সাংবাদিকরা প্রশ্ন করছিল যে পৃথিবীতে আপনার কাছে সবথেকে সবথেকে জনপ্রিয়, সুন্দর, পবিত্র নেতা কে, তখন আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেক্সট অভিষেক বলার পরেই আমার মুখ থেকে কেউ মোটা, কেউ গোটা, কেউ সোটা বেরিয়ে যায়। আমার এই মন্তব্যের জন্য করজোরে ক্ষমা চাইছি।’