SMC Election: অধরা মাধুরী ‘শিলিগুড়ি’-তে অগ্নিকন্যার অগ্নিপরীক্ষা

রাজ্যে তিনবার টানা ক্ষমতায়। দলীয় সূত্রে খবর পেয়েছেন সব পৌরসভাতেই টিএমসি বোর্ড গড়তে চলেছে। কিন্তু গলার কাঁটা শিলিগুড়ি পুরনিগম (SMC) টিএমসির অন্দরমহলের খবর, ‘এ যেন…

রাজ্যে তিনবার টানা ক্ষমতায়। দলীয় সূত্রে খবর পেয়েছেন সব পৌরসভাতেই টিএমসি বোর্ড গড়তে চলেছে। কিন্তু গলার কাঁটা শিলিগুড়ি পুরনিগম (SMC) টিএমসির অন্দরমহলের খবর, ‘এ যেন অধরা মাধুরী’, শনিবার তাই অগ্নিপরীক্ষা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ২০১১ সালে বাম জমানা ভেঙে পড়ার সময় শিলিগুড়িতেও জোড়াফুলের পতাকা উড়েছিল।সিপিআইএম হেভিওয়েট নেতা অশোক ভট্টাচার্য পরাজিত হন। এমনকি শিলিগুড়ি কর্পোরেশনের চাবিকাঠি এসেছিল টিএমসির হাতেই। তবে পরবর্তী সময়ে উত্তরবঙ্গের রাজধানী শহর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিলিগুড়ি নগর চলে যায় বাম দখলে। জোট রাজনীতির তত্ত্বে কংগ্রেসকে পাশে নিয়ে অশোকবাবু ফের শিলিগুড়িতে লাল পতাকা উড়িয়ে দেন। পুরনিগম ও বিধানসভায় সিপিআইএম জয়ী হয়েছিল।

টানা পুরনিগম বোর্ড চালিয়ে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেস সরকারের মধ্যে দেনা-পাওনা ভিত্তিক দ্বন্দ্ব ছিল চরমে। সিপিআইএমের অভিযোগ, রাজ্য সরকার বরাদ্দ মঞ্জুর করছে না। বিষয়টি নিয়ে অশোকবাবু বিধানসভায় বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেছেন। দিল্লি গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের দরবার করে বরাদ্দ আদায় করেছেন। তিনি এবারের ভোটে সিপিআইএমের তরফে মেয়র পদপ্রার্থী।

তৃণমূল কংগ্রেস জমানায় শিলিগুড়ির টিএমসি বিমুখতা গত বিধানসভা ভোটেও স্পষ্ট। এই কেন্দ্রে বিজেপি জয়ী। বিধায়ক শংকর ঘোষ সিপিআইএম ছেড়ে এসেছেন। তাঁর রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুরনিগম ভোটে বিজেপির তরফে মেয়র প্রার্থী শংকর ঘোষ।

তবে বিধানসভায় সিপিআইএম হারতেই পুরনিগমের পুরপ্রশাসক পদ থেকে সরে যান অশোকবাবু। তড়িঘড়ি এই পদে প্রাক্তন মন্ত্রী ও উত্তরবঙ্গের হেভিওয়েট টিএমসি নেতা গৌতম দেবকে পুরপ্রশাসক পদে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টিএমসির তরফে মেয়র পদপ্রার্থী।

কলকাতা পুরনিগম ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাৎপর্যপূর্ণ, রাজ্যে বিরোধী দল বিজেপি তিননম্বরে নেমে গেছে। আর ভোটের নিরিখে বামফ্রন্ট হয়েছে দ্বিতীয়।

কলকাতার ভোট মিটতেই রাজ্য জুড়ে বিজেপিতে ধস নামতে শুরু করে। এখন পুরভোটের আগে সেই ধস প্রবল। পরিস্থিতি এমন যে বিধাননগর পুরনিগমের ভোটে ইস্তাহার প্রকাশ করতেই পারেনি বিজেপি। দলেরই অন্দরের কথা, খুব বাজে পরিস্থিতি। শিলিগুড়িতে বিজেপির বিধায়ক থাকলেও সেখানেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।

শিলিগুড়ি পুরনিগমের ভোট সুপার হেভিওয়েট। কারণ,দুই প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী ও বর্তমান বিধায়ক তিন শিবিরে। কাঞ্চনজঙ্ঘার পাদদেশে ‘ট্রিপল টি’ অর্থাত টি (চা), টেবিল টেনিস ও টুরিজমের শহরের ভোট উত্তাপ প্রবল। বিরোধীদের দিকে ঢলে তৃণমূল নেত্রীর অধরা মাধুরী হয়েই থাকবে শিলিগুড়ি নাকি স্বপ্ন পূরণ হবে মমতার? দার্জিলিং শহর থেকে মহানন্দার তীর থেকে কালীঘাট -আলিমুদ্দিন স্ট্রিট বা মুরলীধর সেন লেনে ঘুরছে প্রশ্ন। ভোট শনিবার।