বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে এখনও কিছু জানাল না নির্বাচন কমিশন

বিধাননগরে পুরভোট হতে আর একদিন বাকি, কিন্তু তাও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে হাইকোর্টে কিছু জানাল না রাজ্য নির্বাচন কমিশন। এমনটাই জানাল হাইকোর্টের বিচারপতির বেঞ্চ। আদালতে…

বিধাননগরে পুরভোট হতে আর একদিন বাকি, কিন্তু তাও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে হাইকোর্টে কিছু জানাল না রাজ্য নির্বাচন কমিশন। এমনটাই জানাল হাইকোর্টের বিচারপতির বেঞ্চ।

আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠক হয়েছে। তবে সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা তাঁর জানা নেই। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, বৈঠকের মিনিটস তৈরি হচ্ছে তা আদালতকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। সূত্র মারফত খবর, হাইকোর্টের প্রচান বিচারপতি নাকি বলেছেন, বিধাননগরে সুষ্ঠু ভোট করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনারের। এটা মাথায় রেখে যেন সিদ্ধান্ত নেওয়া হয়।

গ্রাউন্ড রিয়ালিটি খতিয়ে দেখা হচ্ছে, বৈঠকের সূচি তৈরি হচ্ছে বলে হাইকোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও রাজ্যের এ জি বলেন, অর্ডারে কোথাও কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা জানানোর কথা বলা নেই। আদালতের নির্দেশ মেনে ১২ ঘণ্টার মধ্যে রাজ্যের সঙ্গে বাহিনী নিয়ে বৈঠক হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবারই সমস্ত পুর নির্বাচন থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হোক মুখ্যসচিবকে, এই আবেদনে জনস্বার্থ মামলা খারিজ করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সম্প্রতি চিফ সেক্রেটারিকে সরানো হোক নির্বাচনী প্রক্রিয়া থেকে এই আবেদন জানানো হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কারণ ভবানীপুর উপ নির্বাচনের জন্য মুখ্য সচিব দলদাসের মতো আচরণ করছেন বলে জানায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ। সেই পর্যবেক্ষণ মাথায় রেখে এই আবেদন জানান আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। যদিও সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট।