Hijab row: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা সুপ্রিম কোর্টে

হিজাব ইস্যুতে নয়া মোড়। কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে নতুন আবেদন। একজন পড়ুয়া এই আবেদন করেছেন। তাঁর মতে, এই অন্তর্বর্তী…

Supreme Court

হিজাব ইস্যুতে নয়া মোড়। কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে নতুন আবেদন। একজন পড়ুয়া এই আবেদন করেছেন। তাঁর মতে, এই অন্তর্বর্তী নির্দেশ মানুষের মৌলিককে আঘাত করে। বিশেষ করে মুসলিম মহিলা শিক্ষার্থীদের ব্যক্তিগত পছন্দকে এই অন্তর্বর্তী আদেশ আঘাত করছে বলে আবেদনে জানান তিনি।

কর্ণাটকের হাইকোর্ট গত ১০ ফেব্রুয়ারি একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। তারই স্থগিতাদেশ চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে। এর পাশাপাশি, আবেদনকারীও আদালতে কার্যক্রম চলাকালীন একপক্ষীয় এবং বিজ্ঞাপনের উপরেও অন্তবর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছেন। হাইকোর্টের সামনে বিচারাধীন মামলাটি একটি কো-অর্ডিনেট বেঞ্চ দ্বারা পাস হয়েছে, লাইভলা রিপোর্ট করেছে।

এই বিতর্কের সূত্রপাত গতমাসে। কর্ণাটকের সরকারি কলেজে হিজাব পরা ছাত্রীদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই রাজ্যের উদুপির ছয় পড়ুয়াকে বাধা দেওয়া হয়েছে বলে উঠেছিল অভিযোগ। এরপরেই শুরু হয় বিক্ষোভ। সেই বিক্ষোভের রেশ ধরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে ছাত্র ও ছাত্রীদের অনেকে ঢোকেন। আরও বিতর্ক তৈরি হয় যখন কর্নাটকের কুন্ডাপুর প্রি ইউনিভার্সিটির পড়ুয়াদের অধ্যক্ষ জানিয়ে দেন, হিজাব পড়ে ছাত্রীরা কলেজে আসতে পারবে না। অধ্যক্ষের এই সিদ্ধান্তে মুসলিম ছাত্রীরা তীব্র ক্ষোভ জানায়। ছাত্রীরা জানায়, হিজাব পরে কলেজে আসতেই তারা অভ্যস্ত। এই পোশাক ছাড়া কলেজে আসা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু অধ্যক্ষ ছাত্রীদের এই দাবিতে কান দেননি।