Kolkata : রাস্তায় নামল না ৭৫০ বাস-মিনিবাস, হয়রান সাধারণ মানুষ

বাস মালিকরা নিজেদের সিদ্ধান্তে অনঢ়। ভাড়া না বাড়ালে উন্নত পরিষেবা দেওয়া সম্ভব নয়। অন্যদিকে রাজ্য সরকারের কড়া মনোভাব। দুয়ের চাপে শিকার সাধারণ মানুষ। বুধবার রাস্তায়…

Kolkata

বাস মালিকরা নিজেদের সিদ্ধান্তে অনঢ়। ভাড়া না বাড়ালে উন্নত পরিষেবা দেওয়া সম্ভব নয়। অন্যদিকে রাজ্য সরকারের কড়া মনোভাব। দুয়ের চাপে শিকার সাধারণ মানুষ। বুধবার রাস্তায় (Kolkata) নামল না ৭৫০ বাস, মিনিবাস।

বুধবার রাস্তায় নামানো হল না ৭৫০ বাস, মিনিবাস। যার ফলে হয়রানি হতে হলে নিত্যযাত্রীদের। অপেক্ষা করেও দেখা নেই বাসের। বাস মালিকদের সংগঠন এবং রাজ্য সরকারের চাপের লড়াইয়ে ভুগতে হচ্ছে আমজনতাকে।

ডোরিনা ক্রসিং-এ মিনিবাস দুর্ঘটনার পর শক্ত হাতে রাশ টানতে চাইছে রাজ্য সরকার। ‘আনফিট’ বাস চিন্হিত করতে পুলিশকে দেওয়া হয়েছে অনুমতি। আনফিটের বাসের বিরুদ্ধে সক্রিয় প্রশাসন। রবিবার দুর্ঘটনার কবলে পড়েছিল বাঁকড়া রুটের একটি মিনিবাস। এরপর বার্তা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের। সোমবার থেকে চোখে পড়ে পুলিশের ভূমিকা।

খবরে প্রকাশ, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ৪৫টি বাস-মিনিবাসের বিরুদ্ধে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যার ফলে মালিক পক্ষ ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করা হচ্ছে। বুধবার ৭৫০ বাস না নামানোর মধ্যে তার প্রতিফলন বলে অনুমান। বাস মালিকদের যুক্তি, ঘরের টাকা দিয়ে আর ক’দিন সুষ্ঠু পরিষেবা দেওয়া সম্ভভ। বাসের স্বাস্থ্যের অবনতি হওয়াই স্বাভাবিক। রাজ্য সরকারের বক্তব্য, সিএনজি এবং ইলেক্ট্রিক বাসের কথা ইতিমধ্যে ভেবেছে নবান্ন।