বাংলার দুর্নীতি মামলায় গতি আনতে ঠিকানা বদলে এক ছাদের তলায় CBI

নিয়োগ দুর্নীতি থেকে চিটফান্ড মামলা, একাধিক দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই ( CBI)। এরই মধ্যে ঠিকানা বদলের সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Exterior of the Central Bureau of Investigation (CBI) office in Kolkata.

নিয়োগ দুর্নীতি থেকে চিটফান্ড মামলা, একাধিক দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই ( CBI)। এরই মধ্যে ঠিকানা বদলের সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিজাম প্যালেস অথবা সিজিও কমপ্লেক্সে ছড়িয়ে ছিটিয়ে নয়, দীর্ঘদিন ধরে এক ছাদের তলায় আনার চেষ্টা করছে দিল্লি সিবিআইয়ের সদর দফতর। সূত্রের খবর, এবার মোমিনপুর স্কোয়ারের একটি বাড়িতে বসতে চলেছে সিবিআইয়ের দফতর। একাধিক মামলার তদন্তের মাঝে ঠিকানা বদলাচ্ছে সিবিআই। এই খবর ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ওয়াকিবহাল মহলে।

এই মুহুর্তে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এ, বি এবং ডি উইংয়ে ছড়িয়ে রয়েছে সিবিআইয়ের স্পেশাল ব্রাঞ্চ। একইসঙ্গে রয়েছে ব্যাঙ্ক দুর্নীতি দমন শাখা এবং অপরাধ দমন শাখার দফতর। অন্যদিকে নিজাম প্যালেসে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিস। সেখানেই হচ্ছে গরু পাচার, কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলার তদন্ত। সেই সমস্ত কিছুকে একই ছাদের তলায় আনতে মোমিনপুর স্কোয়ারে বিএসএনএলের একটি ১০ তলা বাড়িতে ঠিকানা বদল করতে চান সিবিআইইয়ের শীর্ষ কর্তারা।

চলতি বছর মার্চ মাসের মধ্যেই সিবিআইয়ের ঠিকানা বদলের কথা ছিল। কিন্তু বেশ কিছু সমস্যার কারণে সেই বদল সম্ভব হয়নি। কারণ, হিসেবে জানা গেছে, সিজিও কমপ্লেক্সের মতো একাধিক সুবিধে পাওয়া যেত। সিজিও কমপ্লেক্স তুলনামূলক খোলামেলা এবং সেখানে পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে। সেই জায়গা থেকে ঘিঞ্জি মোমিনপুর।

সূত্রের খবর, ধাপে ধাপে দফতর সরানোর কাজ শুরু হচ্ছে। প্রথমে সিজিও কমপ্লেক্স থেকে দফতর সরানোর কথা রয়েছে। এরপর ধীরে ধীরে দুর্নীতি দমন শাখার সমস্ত বিভাগ সরানোর কাজ চলছে। আসলে একাধিক মামলার তদন্ত যখন চলছে, তখন দফতর সরানোর ফলে কাজের অসুবিধে হতে পারে। এমনটাই আশঙ্কা করা হচ্ছে।