CAG is Coming: ক্যাগের রাজ্য সফর নিয়ে শুভেন্দুদের বিঁধলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য

মিড ডে মিলের টাকা অন্য খাতে খরচ হচ্ছে। সেই অভিযোগ পেতেই রাজ্যে আসছে ক্যাগের টিম (CAG is Coming)। যা নিয়ে বিরোধী শিবিরে আলাদা করে উৎসাহ দেখা দিয়েছে৷

Bratya Bose criticizes Suvendu Adhikari Kolkata 24x7 Bengali News

মিড ডে মিলের টাকা অন্য খাতে খরচ হচ্ছে। সেই অভিযোগ পেতেই রাজ্যে আসছে ক্যাগের টিম (CAG is Coming)। যা নিয়ে বিরোধী শিবিরে আলাদা করে উৎসাহ দেখা দিয়েছে৷ এমনকি মিড ডে মিলের টাকা অন্য খাতে খরচের অভিযোগ তুলতে দেখা গেছে শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari )৷ যা নিয়ে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Bose)। যে কোনও সংস্থাই আসতে পারে৷ তার জন্য স্বাগত জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Tet Scam:নিয়োগ প্রক্রিয়াকে ভেস্তে দিতেই এমন অচলাবস্থা : ব্রাত্য বসু

ব্রাত্যর কথায়, এমন একটা ভাব করা হচ্ছে, যেন একটা সংস্থা আমাদের ধরতে আসছে। আমাদের যেন ক্যাঁক করে ধরবে। কিন্তু ক্যাঁক বা ক্যাগ যে কোনও জায়গা থেকে তারা আসতে পারে। আমি তাদের স্বাগত জানাবে। তারা দেখুক। খুঁজে বার করুক। এ নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই।

আরও পড়ুন: Bikash suggest Bratya: ব্রাত্য বসু নাটক করুন, সুকন্যার নিয়োগ নিয়ে তীব্র আক্রমণে বিকাশ

একইসঙ্গে শুভেন্দুর অভিযোগ প্রসঙ্গে ব্রাত্যর বক্তব্য, আমাদের বিরোধী দলনেতা যে সবাইকে বলছিলেন, তাঁদের অনুরোধে এসেছে। আসলে তা নয়। দেখা যাচ্ছে সমস্ত রাজ্যেই যাচ্ছে। সমস্ত রাজ্যেই মিড ডে মিলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খাদ্যের গুণাগুণ বিচার করা সমস্ত বাচ্চারা পুষ্টি পাচ্ছে কি না, সবটাই যাচাই করছেন তাঁরা। সেখানে দেখা যাচ্ছে তারা আমাদের ভূয়সী প্রশংসা করছে। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের নাম বেশ উঁচুর দিকেই রয়েছে৷

আরও পড়ুন: Suvendu Adhikari: সুমনের দলবদলে যোগ এসপি-ডিএমদের তোপ দাগলে শুভেন্দু

সম্প্রতি রাজ্যে এসেছিল কেন্দ্রের প্রতিনিধি দল। সেই ১১ জনের প্রতিনিধি দল রাজ্যজুড়ে মিড ডে মিল সহ স্কুলের পরিকাঠামো ও পড়ুয়াদের অবস্থা খতিয়ে দেখে। সেই রিপোর্ট সম্প্রতি শিক্ষা মন্ত্রকের কাছে জমা পড়েছে। অভিযোগ, কখনও মিড ডে মিলের টাকা অন্যান্য খাতে বরাদ্দ করতে দেখা গেছে৷ আবার কখনও মিড ডে মিলের কর্মচারীদের প্রাপ্য টাকার কম দিতেও দেখা গেছে৷ সেই অভিযোগ পেয়েই রাজ্যে আসছে ক্যাগের টিম।

আরও পড়ুন: Bratya Basu: ওয়েটিং লিস্টে অনেকের ওএমআর শিটে গণ্ডগোল রয়েছে: শিক্ষামন্ত্রী

নবান্ন সূত্রে খবর, রাজ্যে শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অর্থ দফতরের আধিকারিকদের নিয়েও বৈঠক করবে সিএজি অডিটের এই বিশেষ টিম। সিএজির টিমকে সমস্ত রকম আশ্বাসের কথা জানিয়েছেন রাজ্যের আধিকারিকরা৷ যদিও যে কোনও প্রকল্পের অডিটের বিষয় সাধারণ বলেই মনে করছেন আধিকারিকরা৷ কিন্তু বিজেপির বক্তব্য তাঁদের অভিযোগের ভিত্তিতে ক্যাগের টিম রাজ্যে আসছে। যা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা।