Tripura: রাস্তায় গুরুত্বপূর্ণ ফাইলের পাহাড়! বিজেপি সরকার পরিবর্তনের গুঞ্জন ত্রিপুরায়

ত্রিপুরায় (Tripura) কি আগামী বিধানসভা ভোটে বিজেপি (BJP) জোট সরকার ক্ষমতা হারাচ্ছে? এমনই গুঞ্জন আরও প্রবল হলো গুরুত্বপূর্ণ সরকারি ফাইলের (Files) পাহাড় রাস্তার ধারে পড়ে…

ত্রিপুরায় (Tripura) কি আগামী বিধানসভা ভোটে বিজেপি (BJP) জোট সরকার ক্ষমতা হারাচ্ছে? এমনই গুঞ্জন আরও প্রবল হলো গুরুত্বপূর্ণ সরকারি ফাইলের (Files) পাহাড় রাস্তার ধারে পড়ে থাকায়। রাজ্য প্রশাসন এই পড়ে থাকা বিপুল ফাইলের বিষ়যে নীরব। প্রধান বিরোধী দল (CPIM) সিপিআইএমের দাবি এভাবে প্রশাসনিক ফাইল ও নথি নষ্টের নজির রাজ্যে নজিরবিহীন।

গোমতী জেলায় ফাইল লোপাটের অভিযোগ ঘিরে সরগরম ত্রিপুরা। অভিযোগ, জেলা প্রশাসনের বিস্তর গুরুত্বপূর্ণ ফাইল রাস্তার ধারে পড়ে আছে। যেন ফাইলের ধস নেমেছে! জানা যাচ্ছে মঙ্গলবার গোমতী জেলার সদর শহর উদয়পুরে বিপুল সংখ্যক সরকারি ফাইল মিলেছে মহকুমা শাসক কার্যালয়ের বাইরে। কেন এত সরকারি ফাইল রাস্তার ধারে পড়ে আছে, এই প্রশ্নে গোমতী জেলা প্রশাসন নীরব। তেমনই নীরব রাজ্য সরকার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

স্থানীয় বাসিন্দাদের দাবি, শিক্ষক দিবসের ছুটি ছিল। আর ছুটির দিন মহকুমা শাসকের দফতর থেকে ঠেলাগাড়িতে ফাইল বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। অনেকে তেড়ে যেতে গাড়ি ফেলে পালায় ফাইল চোরেরা। সেই বিপুল ফাইল পড়ে আছে রাস্তার ধারে।

ফাইল চুরি ও নষ্ট করার অভিযোগে মু়খ্যমন্ত্রী ডা মানিক সাহা নীরব। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা নীরব। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বারবার চাকরি দেওয়ার দাবি করে বিতর্ক বাড়াচ্ছেন।

বিরোধী দলনেতা ও প্রাক্তন মু়খ্যমন্ত্রী মানিক সরকার বারবার সরকারি ফাইল চুরির বিষয়ে উদ্বিগ্ন। তিনি বলেছেন, সররকারের কাজকর্মের খতিয়ান নষ্ট করা হচ্ছে। কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মণ বলেন বিজেপি জোট সরকারের পতন আসন্ন।

এর আগে আগরতলায় রাজ্য পুলিশের সদর দফতর থেকে কমপক্ষে ২০০টি ফাইল চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল স্বাধীনতা দিবসের দিন। পরে সেটি ছিঁচকে চোরের কাজ বলে দাবি করা হয়! প্রবল চাপের মুখে ১২০টি ফাইল উদ্ধার করা হলেও বাকি ৮০টি এখনও মেলেনি। এই ঘটনার জেরে ত্রিপুরা সহ দেশ হয়েছিল সরগরম। এর পরেই রাজ্য শিক্ষা দফতর থেকে ফাইল চুরি হয়। শিক্ষা দফতরের চাকরি নিয়ে লাগাতার আন্দোলনে উত্তপ্ত হয়ে আছে ত্রিপুরা।

উল্লেখ্য, বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় এলে আমলে ঘরে ঘরে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। গত বিধানসভা ভোটে টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়। বিজেপি সরকার গড়লেও চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি।