Tripura Election 2023: ফলাফল ঘোষণার দিনেই ত্রিপুরার মন্ত্রীর রাজ্য ত্যাগ নিয়ে তীব্র আলোড়ন

বিধানসভা নির্বাচনে (Tripura Election 2023) বিপুল জয়ের দাবি করেছে ত্রিপুরার শাসক দল (BJP) বিজেপি। এদিকে দলীয় নেতা সমর্থকদের রাজ্য ত্যাগের সম্ভাবনা নিয়েও প্রবল আলোড়ন।

Ram Prasad Paul

বিধানসভা নির্বাচনে (Tripura Election 2023) বিপুল জয়ের দাবি করেছে ত্রিপুরার শাসক দল (BJP) বিজেপি। এদিকে দলীয় নেতা সমর্থকদের রাজ্য ত্যাগের সম্ভাবনা নিয়েও প্রবল আলোড়ন। সূত্রের খবর, হাজার হাজার বিজেপি সমর্থক ভিসা নিয়ে প্রতিবেশি বাংলাদেশে (Bangladesh) চলে যেতে মরিয়া।

এবার আগরতলা (Agartala) থেকে কলকাতার ( Kolkata) বিমানে সিট বুকিং তালিকায় রাজ্যের মন্ত্রীর নাম দেখে আরও আলোড়ন পড়ল। বিতর্ক তুঙ্গে কারণ, গুঞ্জন ছড়িয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার দিনই কলকাতা চলে যাচ্ছেন মন্ত্রী রামপ্রসাদ পাল (Ram Prasad Paul)। আগামী ২ মার্চ ফল ঘোষণা।

Ram Prasad Paul

আগরতলা থেকে কলকাতার বিমানে ২ মার্চের যে যাত্রী তালিকা দেখা যাচ্ছে তাতে জনৈক রামপ্রসাদ পাল ও রাখী পালের নাম আছে। পরে গুঞ্জন আরও ছড়ায় ২ মার্চ ইন্ডিগো ফ্লাইট ত্রিপুরা ছাড়ছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রামপ্রসাদ পাল। আগরতলা থেকে কলকাতা ও পরে কলকাতা থেকে হায়দরাবাদ পর্যন্ত টিকিট বুকিং করা আছে রামপ্রসাদ পালের নামে। নির্বাচনে মন্ত্রী রামপ্রসাদ পাল সূর্যমণিনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী। এই কেন্দ্রে বিরোধী জোটের কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তীর মূল লড়াই। হেভিওয়েট কেন্দ্র কার দখলে যাবে চলছে আলোচনা।

রাজ্য জুড়ে ভোট পরবর্তী সংঘর্ষে সরগরম পরিস্থিতি। শাসক বিজেপি বনাম বিরোধী বাম-কংগ্রেস জোটের সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।