সাত সকালেই কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড রাজধানী শহর

সাত সকালেই ৯০ কিলোমিটার বেগে ঝড়। মুহুর্তের মধ্যে ব্ল্যাক আউট গোটা দিল্লি (Delhi-NCR)৷ সোমবার সাত সকালে কালবৈশাখী ঝড়ে কাবু রাজধানী দিল্লি সহ একাধিক এলাকা। ব্যাহত…

heavy rains battered parts of Delhi-NCR

সাত সকালেই ৯০ কিলোমিটার বেগে ঝড়। মুহুর্তের মধ্যে ব্ল্যাক আউট গোটা দিল্লি (Delhi-NCR)৷ সোমবার সাত সকালে কালবৈশাখী ঝড়ে কাবু রাজধানী দিল্লি সহ একাধিক এলাকা। ব্যাহত হয় বিমান পরিষেবা।

সোমবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় প্রবল বৃষ্টি সঙ্গে শুরু ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের তরফে তখনই জানিয়ে দেওয়া হয়েছিল কিছুক্ষণের মধ্যেই ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সঙ্গে মাঝারি বৃষ্টিও।

   

প্রবল ঝড়ের জেরে ব্যাহত হয় বিমান পরিষেবা। ট্যুইট করে যাত্রীদের বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয় দিল্লি বিমানবন্দরের তরফে। এরপর বিমান পরিষেবা নিয়ে ট্যুইট করে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলি।

গত কয়েকদিন ধরেই দিল্লি সহ আশেপাশের এলাকাগুলিতে প্রবল তাপপ্রবাহ দেখা যাচ্ছিল। তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। কিন্তু সপ্তাহের শুরুতে ঝোড়ো হাওয়া অনেকটা স্বস্তি দিলেও বেড়েছে বিপদ৷ প্রবল ঝড়ে রাস্তার ওপরেই গাছ পড়ে যাওয়ায় সমস্যায় নিত্যযাত্রীরা।