Anubrata Mondal: অনুব্রতকে ফের তলব করল সিবিআই

গোরু পাচার মামলায় গত বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজির হয়েছিলেন (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল৷ এবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিকে তলব করল…

গোরু পাচার মামলায় গত বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজির হয়েছিলেন (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল৷ এবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিকে তলব করল সিবিআই৷ মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের অফিসে তাকে হাজিরা দিতে বলা হয়েছে।

অভিযোগ, বিধানসভা নির্বাচনের পরেই ২ মে ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই ঘটনায় এর আগে দুই বার অনুব্রতকে তলব করা হয়। মোট ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ কিন্তু প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছেন অনুব্রত। প্রত্যেকবারই শারীরিক অসুস্থতার কারণ দেখান তিনি৷

উল্লেখ্য, এর আগে গোরু পাচারকাণ্ডে সিবিআইয়ের একাধিক তলব এড়িয়ে যাওয়ার পর বৃহস্পতিবার নিজাম প্যালেসে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। বেশ কিছু সময় ধরে সিবিআইয়ের একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অনুব্রতকে৷ যদিও রুটিন চেক আপের কারণে নিজাম প্যালেস থেকে বেরিয়ে এসএসকেএম হাসপাতালে চলে যান তিনি।

সিবিআই হাজিরার পরে কলকাতা থেকে বীরভূমক ফিরেছেন অনুব্রত। সেদিনেই ফের তলব করে সিবিআই। শুক্রবার গোরু পাচার মামলায় হাজিরার জন্য তলব করেছে সিবিআই৷ আর মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় তলবে জোড়া বিপদে বীরভূমের কেষ্ট।