‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি মোদী যেন শীঘ্রই বাবা হতে পারেন’

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও পরিবার নেই। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এক ছেলে আছে। কিন্তু সেই ছেলে রাজনীতির অনুপযুক্ত। তাই মোদী এবং নীতীশ কুমারের পক্ষে পরিবারের…

CBI gets permission to file case against Lalu Prasad Yada

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও পরিবার নেই। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এক ছেলে আছে। কিন্তু সেই ছেলে রাজনীতির অনুপযুক্ত। তাই মোদী এবং নীতীশ কুমারের পক্ষে পরিবারের মানে বোঝা সম্ভব নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রধানমন্ত্রী যেন শীঘ্রই একজন সন্তান লাভ করতে পারেন।” কটাক্ষ করে এই মন্তব্য করলেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব।

প্রধানমন্ত্রীর করা পরিবারতন্ত্রের জবাব দিতে গিয়েই এই মন্তব্য করেছেন লালুপ্রসাদ। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনী প্রচার চলাকালীন মোদী একটি জাতীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমি সমাজের জন্য কাজ করি। কিন্তু কেউ কেউ নকল সমাজতন্ত্রের কথা বলে। এই নকল সমাজতন্ত্রই হল পরিবারবাদ। আপনারা কি কোথাও রাজনীতিতে লোহিয়ার পরিবারকে দেখেছেন? দেখেননি, কারণ তিনি ছিলেন প্রকৃত সমাজতান্ত্রিক নেতা। আপনারা কি কেউ জর্জ ফার্নান্ডেজ বা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবারকে রাজনীতিতে দেখেছেন? দেখেননি, কারণ তাঁরা হলেন সমাজবাদী নেতা। নীতীশ বিহারের মুখ্যমন্ত্রী হলেও তাঁর ছেলে রাজনীতির আঙিনায় পা রাখেননি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “দীর্ঘ কয়েক প্রজন্ম ধরে কাশ্মীরে দুটি দল রাজনীতি করে এসেছে। যখন কোনও একটি পরিবার দীর্ঘ কয়েক প্রজন্ম ধরে রাজনীতি করে তখন সেই দলে আর গণতান্ত্রিক ভিত্তি থাকে না। সেটা রাজবংশে পরিণত হয়। হরিয়ানা ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর প্রায় সব রাজনৈতিক দলেই দেখবেন এই পরিবারতন্ত্রের প্রবণতা। বংশবদ রাজনীতি গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু।”

মোদীর ওই পরিবারতন্ত্রের কড়া জবাব দিয়ে লালুপ্রসাদ বলেছেন, “নীতীশ এবং মোদীর যদি সন্তান না হয় তাহলে আমি কি করতে পারি। মোদীর তো ছেলেপুলেই নেই। নীতীশের ছেলে থেকেও নেই। নীতিশের ছেলে রাজনীতির উপযুক্ত নয়। কিন্তু এর জন্য তো আমি দায়ী নই! আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রধানমন্ত্রী যেন শীঘ্রই বাবা হতে পারেন। মোদী এবং নীতীশ এমন সন্তান পান যারা তাঁদের মত করেই যেন পরিবারতন্ত্রের অংশ হতে পারে।”