Nadia: ‘ভাতা নয় চাকরি চাই’, স্বেচ্ছা মৃত্যুর আর্জিতে বিক্ষোভ

সপরিবারে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখান একাধিক পরীক্ষার্থীরা। তবে এই…

সপরিবারে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখান একাধিক পরীক্ষার্থীরা। তবে এই প্রথমবার নয়। এর আগেও নিয়ম মেনে নিয়োগের দাবিতে একাধিকবার প্রশাসনের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

বিক্ষোভকারীদের দাবি ২০১৪ সালে তাঁরা পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছিলেন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল তাঁদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু প্রাথমিকভাবে ১২ হাজার জনকেই মাত্র ন নিয়োগ করানোর পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া। এরপর বেশ কয়েক বছর কেটে গেলেও তাদেিয়োগ করা হয়। তারপর আর নতুন করে কোনও নিয়োগ করা হয়নি। বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার প্রশাসনের বিভিন্ন দরজায় ঘুরেছেন তাঁরা। বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। তাই এবার সপরিবারে স্বেচ্ছায় মৃত্যু আবেদন নিয়ে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখান তাঁরা।

   

বিক্ষোভকারীদের দাবি লাখ লাখ টাকা খরচ করে তাঁরা পড়াশোনা করেছেন। কিন্তু তাঁদের যদি বেকার অবস্থায় থাকতে নয়, টেট উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিয়োগ না করা হয়, তবে তাঁরা না খেয়ে পরিবার নিয়ে মরবেন। এই পরিস্থিতিতে সরকার অবিলম্বে তাঁদের নিয়োগপত্র হাতে তুলে দিক না হলে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দিক। এমনই দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।