রক্তাক্ত ভূস্বর্গ, জঙ্গিদের গ্রেনেড হামলায় শহিদ ৪ পুলিশকর্মী

শুক্রবার বিকেলে আবারও রক্তাক্ত হল ভূস্বর্গ। গত তিনদিন ধরে কাশ্মীরের বান্দিপোরায় সেনা ও জঙ্গিদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন দুই জওয়ান। তল্লাশি…

kashmir

শুক্রবার বিকেলে আবারও রক্তাক্ত হল ভূস্বর্গ। গত তিনদিন ধরে কাশ্মীরের বান্দিপোরায় সেনা ও জঙ্গিদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন দুই জওয়ান। তল্লাশি চালাতে গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী। শুক্রবার বিকেলের দিকে বান্দিপোরার নিশাত পার্ক এলাকায় পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সূত্রের খবর এই হামলায় এক পুলিশ অফিসার-সহ চার পুলিশকর্মী শহিদ হয়েছেন।

ঘটনার পরেই গোটা এলাকায় আরও নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে। চলছে জোরদার তল্লাশি। তবে সন্ধ্যার অন্ধকার নেমে আসায় তল্লাশি অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। নিরাপত্তা বাহিনী মনে করছে, রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়েছে জঙ্গিরা। তাই রাতভোর তল্লাশি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

   

উল্লেখ্য, কিছুদিন আগে সোপোরে লস্কর-ই-তৈবা জঙ্গি আবু বকরিকে খতম করেছিল সেনাবাহিনী। তারপর থেকেই আবুর মৃত্যুর প্রতিশোধ নিতে জঙ্গিরা আরও সক্রিয় হয়েছে। গোয়েন্দা রিপোর্টে জানিয়েছে, পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরের নতুন করে নাশকতা চালানোর চেষ্টা করছে। প্রায় প্রতিদিনই সীমান্তে সংঘর্ষ বিরোধী চুক্তি ভেঙে গোলাগুলি চালাচ্ছে পাকসেনা। নিয়ন্ত্রণরেখার ওপারে অপেক্ষারত জঙ্গিদের ভারতে ঢুকিয়ে দেওয়ার জন্যই এই কৌশল পাকিস্তানি সেনার। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানের ভিতরে প্রায় ৪০০ আত্মগোপনকারী জঙ্গি ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় নিজেদের ভূখণ্ডে থাকা একটি লঞ্চ প্যাডও নষ্ট করেনি পাকিস্তান বরং সেখানে নতুন করে জঙ্গিদের সমাবেশ হয়েছে।