Delhi: তৃণমূল অবস্থানে পুলিশের ১৪৪ ধারা, বিজেপির অভিযোগ দুর্নীতি ঢাকতে বিক্ষোভ

দিল্লির আম্বেদকর ভবনে তৃণমূল কর্মী এবং বাংলা থেকে আসা ‘বঞ্চিত’দের রাখার ব্যবস্থা করল তৃণমূল নেতৃত্ব। কয়েক হাজার মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে। পশ্চিমবঙ্গ থেকে…

দিল্লির আম্বেদকর ভবনে তৃণমূল কর্মী এবং বাংলা থেকে আসা ‘বঞ্চিত’দের রাখার ব্যবস্থা করল তৃণমূল নেতৃত্ব। কয়েক হাজার মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে। পশ্চিমবঙ্গ থেকে আসা একের পর এক বাস এসে পৌঁছচ্ছে দিল্লিতে। সব বাস পৌঁছলে জমায়েত আরও বড় হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বর। দিল্লি পুলিশ খোঁজ নিতে ইতিমধ্যেই পৌঁছে গেছে‌।

তৃণমূলের এই কর্মসূচির পাল্টা জবাবে এ দিন দিল্লি থেকেই সাংবাদিক বৈঠক রাজ্য বিজেপির। সাংবাদিক বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ ও জ্যোতির্ময় সিং মাহাতো।

এদিন সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, “গ্রাম পঞ্চায়েতে সমীক্ষা করে দেখা গিয়েছে এনআরইজিএ, পিএমএওয়াই-তে দুর্নীতি হয়েছে। নীচু স্তর থেকে অভিযোগ এসেছে। যেমন মাটির কাজে স্ক্রুটিনি থেকে বাঁচতে বড় কাজকে ছোট ছোট স্তরে ভেঙে দেওয়া হয়েছে। তার জন্য় কোনও অনুমতিও নেওয়া হয়নি। অনেক টাকা আদায় করা হয়েছে এইভাবে। সেচ বিভাগের সঙ্গে কথাও বলা হয়নি। আমাদের কাছে ছবিও আছে।”