‘সিপিএমের দালালি করেন বিজেপি বিধায়ক’, পোস্টার নিয়ে ঝগড়া তৃণমুল-গেরুয়া দলের

এবার বিজেপি বিধায়কের (BJP MLA) বিরুদ্ধে পড়ল পোস্টার। যা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে শুরু হয়েছে অসন্তোষ। দেখা গিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে। গোঘাটের বিজেপি…

BJP MLA Bishwanath Karak of Goghat

এবার বিজেপি বিধায়কের (BJP MLA) বিরুদ্ধে পড়ল পোস্টার। যা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে শুরু হয়েছে অসন্তোষ। দেখা গিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে।

গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের (Bishwanath Karak) বিরুদ্ধে পোস্টার পড়েছে বলে জানা গিয়েছে। পোস্টারে লেখা হয়েছে বিজেপি বিধায়ক সিপিএমের দালালি করছেন। আর এই পোস্টার ঘিরেই আবার বিজেপির আদি-নব্যের দ্বন্দ্ব প্রবল।

   

পোস্টারটি পড়েছে কামারপুকুর কলেজের গেটে। পোস্টারটি লেখা হয়েছে লাল কালিতে। পোস্টের লেখা রয়েছে, সিপিএম থেকে আসা বিশ্বনাথ কারক গোঘাট থেকে দূর হটো। ধান্দাবাজ বিশ্বনাথ কারক বহু টাকার বিনিময়ে বিজেপির টিকিট নিয়ে সিপিএমকে সুবিধা করে দিচ্ছেন। সিপিএমের দালালি করছেন। আবার বিধায়ক পদে থেকে সিপিএম থেকে লোকেদের নিয়ে এসে বিজেপিতে পদ দিয়ে দিচ্ছেন। আমরা এই বিধায়ককে চাই না মানি না।

শুধু তাই না, আরও লেখা হয়েছে, চোর চিটিংবাজ বিজেপি বিধায়কের বিরুদ্ধে সমস্ত বিজেপি নেতা ও কর্মীরা এক হও। আবার এই পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। গোঘাটের তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বিধায়ককে তো এলাকায় পাওয়া যায় না। ওনার দলের লোকেরা মেনে নিচ্ছেন বিধায়ক হিসাবে তিনি ব্যর্থ।বিজেপি বলছে অভিযোগ মিথ্যে।