“আম্বানি-আদানিদের পুজো করা উচিত”, বেফাঁস মন্তব্য করে বিতর্কে বিজেপি সাংসদ

বিজেপি নেতা- মন্ত্রীদের বেলাগাম মন্তব্যের কোনও শেষ নেই। এবার সংসদের উচ্চকক্ষের মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ কে জে আলফোন্স। এই প্রবীণ বিজেপি সাংসদ বলেন,…

বিজেপি নেতা- মন্ত্রীদের বেলাগাম মন্তব্যের কোনও শেষ নেই। এবার সংসদের উচ্চকক্ষের মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ কে জে আলফোন্স। এই প্রবীণ বিজেপি সাংসদ বলেন, মুকেশ আম্বানি, গৌতম আদানিরা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। তাই তাঁদের পুজো করা উচিত।

চলতি বাজেট অধিবেশনে কর্মসংস্থান, বেকারত্ব, দারিদ্র্যের মত বিষয়গুলি অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সেই আলোচনায় অংশ নিয়েই এই বিতর্কিত মন্তব্য করেছেন আলফোন্স। দেশে রেকর্ড পরিমাণ বেকারত্ব, কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, শিল্পায়নে ব্যর্থতা নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ, মোদি সরকার কর্মসংস্থান করতে সম্পূর্ণ ব্যর্থ। শুধু তাই নয়, এই সরকার দেশের রাষ্ট্রয়ত্ত শিল্প সংস্থাগুলিকেও বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। অন্যদিকে পরিসংখ্যান বলছে, করোনাজনিত লকডাউনের ফলে গোটা দেশের মানুষের আয় যখন তলানিতে নেমে এসেছে তখন আম্বানি, আদানিদের সম্পদ বিপুল পরিমাণ বেড়েছে।

বিরোধীদের এই সমালোচনার জবাব দিতে উঠে বিজেপি বিজেপি সাংসদ আলফোন্স বলেন, মুকেশ আম্বানি গৌতম আদানিদের মত শিল্পপতিরা দেশে কর্মসংস্থান তৈরি করছেন। তাঁদেরা বিপুল পরিমাণ বিনিয়োগের কারণেই দেশে কর্মসংস্থান হচ্ছে। তাই এদের বিশেষ সম্মান পাওয়া উচিত। অসম্মান না করে এঁদের পুজো করা উচিত। তবে আমার এই মন্তব্যের জন্য হয়তো সকলেই আমাকে পুঁজিবাদীদের মুখপাত্র হিসেবে সমালোচনা করবে। তবে আমি সেই সমালোচনা মেনে নিতে প্রস্তুত আছি। কারণ প্রকৃত সত্যটা সকলের জানা দরকার।

আম্বানি, আদানিদের সম্পদ বাড়ার অভিযোগের জবাবও দিয়েছেন। তিনি বলেছেন, যদি গোটা বিশ্বের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে এলন মাস্ক, গুগোল কর্তা ল্যারি পেজ, অ্যামাজনের স্রষ্টা, বিল গেটস সকলেরই সম্পদের পরিমাণ গত দুই বছরে অনেকটাই বেড়েছে। তাহলে আদানি, আম্বানিদের সম্পদ বাড়লে সেটা দোষের কোথায়?