বউ পালিয়েছে পাকিস্তানে, অঞ্জুর বিরুদ্ধে FIR স্বামীর

রাজস্থানের ভিওয়াড়ির ফুলবাগ থানায় পাকিস্তানে চলে যাওয়া অঞ্জু ও নাসরুল্লাহর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অঞ্জুর স্বামী। অঞ্জুর স্বামী অরবিন্দ কুমার একটি এফআইআর দায়ের করে জানিয়েছেন…

Anju বউ পালিয়েছে পাকিস্তানে, অঞ্জুর বিরুদ্ধে FIR স্বামীর

রাজস্থানের ভিওয়াড়ির ফুলবাগ থানায় পাকিস্তানে চলে যাওয়া অঞ্জু ও নাসরুল্লাহর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অঞ্জুর স্বামী। অঞ্জুর স্বামী অরবিন্দ কুমার একটি এফআইআর দায়ের করে জানিয়েছেন যে, অঞ্জু তার স্বামীর মানহানি করেছেন, বিবাহবিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন এবং তিনি ক্রমশ হুমকি দিয়ে দমিয়ে রাখতে চেয়েছেন।

ভিওয়াড়ির ডিএসপি সুজিত শঙ্কর বলেছেন, “অঞ্জুর স্বামী অরবিন্দ কুমার ৪ আগস্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে আইপিসির ৩৬৬, ৪৯৪, ৫০০, ৫০৬ ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৬এ নথিভুক্ত করা হয়েছে।

   

ডিএসপি সুজিতের মতে, “অভিযোগ করে অঞ্জুর স্বামী অরবিন্দ বলেছেন যে অঞ্জু তালাক না পেয়ে পাকিস্তানে দ্বিতীয়বার বিয়ে করেছে। অঞ্জু তার স্বামীকে ফোনে হুমকি দেয়। হুমকি দিয়ে অঞ্জু জানায় যে ভারতে আসার পর সে তার সন্তানদের পাকিস্তানে নিয়ে যাবে। এসব অভিযোগে সংশ্লিষ্ট ধারা আরোপ করা হয়েছে।anju-and-nasrullah

এফআইআর-এ অরবিন্দ লিখেছেন, ‘নাসরুল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অঞ্জুকে পাকিস্তানে ডেকেছিলেন। দ্বিতীয় বিয়ে হয় অবৈধভাবে। এতে দেশে বিদেশে আমার মানহানি হয়েছে।’

এফআইআর-এ লেখা আছে অঞ্জু পাকিস্তান থেকেই তার মেয়ের ফোনে হোয়াটসঅ্যাপ কল করে তাকে হত্যার হুমকি দিয়েছিল।অরবিন্দ জানান অঞ্জু ও নাসরুল্লাহর কাছ থেকে বাচ্চাদের জীবনের হুমকি রয়েছে। অঞ্জুর স্বামী অরবিন্দের করা এফআইআর-এও লেখা হয়েছে, ‘অঞ্জু ও নাসরুল্লাহকে ভারতে আসার পর গ্রেফতার করুন এবং আইনি ব্যবস্থা নিন।’