তৃণমূলের ধরনামঞ্চে আচমকা হাজির গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক

দক্ষিণ দিনাজপুরে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ডাকা তৃণমূলের বিক্ষোভ সমাবেশ চলছিল। সেই তৃণমূলের বিক্ষোভ সমাবেশে হঠাৎ হাজির গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। সরাসরি তৃণমূলের মঞ্চে উঠে…

দক্ষিণ দিনাজপুরে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ডাকা তৃণমূলের বিক্ষোভ সমাবেশ চলছিল। সেই তৃণমূলের বিক্ষোভ সমাবেশে হঠাৎ হাজির গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। সরাসরি তৃণমূলের মঞ্চে উঠে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে তাদের অভিযোগ নিয়ে কথা বলা শুরু করেন। মাইক হাতে দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রাখেন সত্যেন্দ্রনাথ রায়। এমনকী তৃণমূলের তোলা প্রশ্নের উত্তরও দেন তিনি।

তৃণমূলের ধরনামঞ্চে আচমকা হাজির হওয়া নিয়ে সাংবাদিকদের গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, “যেকোন পার্টির বিধায়ক থাকি কিন্তু আমার সময়ে পশ্চিমবঙ্গে ২০০ জন বিধায়ক ছিল। তারা কি তাদের এলাকায় তৃণমূলের সরকারের কাছ থেকে আমি তো ছিলাম। তৃণমূল সরকারের কাছ থেকে আমি ৮৩৫ কোটি টাকার কাজ এনে দিতে পেরেছে? সে কৃতিত্বটা আমাকে দেবেনা যে আমি দৌঁড়ে দৌঁড়ে গেছি মানুষের কাছে, অফিসারদের কাছে। আমি ওদের কাজ এনে দিয়েছি।“

গঙ্গারামপুরে তাঁর বাড়ি থেকে প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার দূরে তৃণমূল তাদের বিক্ষোভ সমাবেশ করছিল। সেখানে তৃণমূলের ধরনামঞ্চে আচমকা হাজির হয়ে যান গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা না পাওয়ার যে অভিযোগ তুলছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা তার উত্তর বিজেপি বিধায়ক সেখানে গিয়ে দেন। কেন সেই টাকা পাচ্ছেন না তারা তার উত্তর দেন বিধায়ক। তিনি জানান যে দুর্নীতির অভিযোগের কারণে এবং ঠিকঠাক ভাবে হিসেব না দিতে পারার কারণেই টাকাটা দেওয়া হচ্ছেনা কেন্দ্রের তরফ থেকে। এই সমস্ত বিষয়ই সেখানে তুলে ধরেন তিনি।