Coochbehar: ‘২০২৬ পর্যন্ত আমিই বিধায়ক’ দুর্নীতির জেরে মন্ত্রীত্ব হারানো পরেশকে ঘিরে হাততালির ঝড়

তালি পড়ছে ফলাফট। থামতেই চায়না কেউ। দলীয় সাংগঠনিক সভায় সদ্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর ভাষণে তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের উন্মাদনা দেখা গেল মেখলিঞ্জে। কোচবিহার (Coochbehar) জেলা…

তালি পড়ছে ফলাফট। থামতেই চায়না কেউ। দলীয় সাংগঠনিক সভায় সদ্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর ভাষণে তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের উন্মাদনা দেখা গেল মেখলিঞ্জে। কোচবিহার (Coochbehar) জেলা তৃণমূলে তিনি যে এখনও জনপ্রিয় তা গরম ভাষণে বুঝিয়ে দিলেন বিধায়ক পরেশ।

বৃহস্পতিবার মেখলিঞ্জের নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল ক্লাবে তৃ়ণমূল কংগ্রেসের কর্মীসভা থেকে পরেশ অধিকারী বলেন, চিন্তা করবেন না আমিই ২০২৬ সাল পর্যন্ত বিধায়ক। আপনারা আমাকে এই ক্ষমতা দিয়েছেন। পরেশ অধিকারীর ভাষণ শুনে উদ্দীপ্ত মেখলিঞ্জের তৃণমূল কর্মীরা।

Paresh Adhikari

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই নজরে পরেশ অধিকারী। কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বেআইনি নিয়োগ এটা প্রমাণ হয়। আদালতের নির্দেশে চাকরিচ্যুত হন অঙ্কিতা। তাঁকে বেতনের টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগ শিক্ষা প্রতিমন্ত্রী থাকার সময় নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন পরেশ অধিকারী। সিবিআই জেরার ডাক পেয়ে উত্তরবঙ্গ থেকে কলকাতা আসার সময় গত মে মাসে তিনি ট্রেন থেকে কন্যা সহ পালিয়ে যান। পরে গোপনে উত্তরবঙ্গে ফিরে যান। ফের বিমানে কলকাতা আসেন। তাঁকে কড়া পাহারায় এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হয়। সিবিআই জেরা করে। এর পর মেখলিঞ্জে ফিরতেই পরেশ অধিকারীকে সাদরে বরণ করেন স্থানীয় তৃণমূল নেতারা।

সে এক কান্ড ! মন্ত্রীর রোমহর্ষক পলায়ন পর্ব। পড়ুন: 

Paresh Adhikari: সিবিআই ভয়ে ট্রেন থেকে পালানো প্রথম বঙ্গ মন্ত্রী! মেয়ের জন্য যা খুশি করা বাবা পরেশ ডুবলেন

এদিকে এসএসসি দুর্নীতিতে জড়িয়ে ইডি হেফাজতে আছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ও বান্ধবী অর্পিতার মজুত করা বিপুল কালো টাকা, সোনা ও বিলাসবহুল বাগানবাড়ি-ফ্ল্যাটগুলিতে অভিযান চনেছে। তীব্র বিতর্কের জেরে মন্ত্রিসভা ও দল থেকে পার্থকে সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মন্ত্রিসভার রদবদল ঘটিয়েছেন তিনি। এতেই মন্ত্রী পদ চলে গিয়েছে পরেশ অধিকারীর।