টানা ৩ দিন ‘কোল্ড ডে’-র পূর্বাভাস, সম্ভাবনা বৃষ্টির

এ যেন অনেকটা লুকোচুরি খেলার মতো৷ ঠান্ডাকে ধরতে পারলেও ফের কোথাও হেন হারিয়ে যাচ্ছিল৷ অবশেষে দুই বঙ্গে দেখা মিলল শীতের৷ সেই সঙ্গে বৃষ্টিতে ভিজেছে অনেক…

এ যেন অনেকটা লুকোচুরি খেলার মতো৷ ঠান্ডাকে ধরতে পারলেও ফের কোথাও হেন হারিয়ে যাচ্ছিল৷ অবশেষে দুই বঙ্গে দেখা মিলল শীতের৷ সেই সঙ্গে বৃষ্টিতে ভিজেছে অনেক জেলা৷ তাপমাত্রা আরও নামায় আগামী তিনদিন ‘কোল্ড ডে’র সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক ঠান্ডা এবং ভারী কুয়াশার জন্য পাহাড় এবং সমতলের কিছু জায়গার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে৷ গতি নিয়ন্ত্রণের পাশাপাশি অতিসতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে চালকদের৷ সেই সঙ্গে শুক্রবার রাত থেকে তাপমাত্রা নিম্নমুখী হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷

শুক্রবার কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেন্টিগ্রেড৷ কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি৷ তাই শুক্রবার থেকে টানা তিনদিনের জন্য ‘কোল্ড ডে’র সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর৷ অন্যদিকে, শুক্রবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

বৃহস্পতিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি৷ যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি কম৷ শ্রীনিকেতনে ছিল ১৬৷ স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি কম ৮ কম৷ মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬৷ যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম৷ ১৭ ডিগ্রি ছিল মেদিনীপুরে৷ স্বাবাবিকের থেকে ৯ ডিগ্রি কম৷ দমদমে ছিল ১৯ ডিগ্রি৷ যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম৷