East Bengal: খাবরার নেতৃত্বে ডুরান্ড অভিযান শুরু করছে লাল-হলুদ, এক নজরে একাদশ

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, নয়া ফুটবল মরশুমে নাকি একাধিক ফুটবলারদের দেওয়া হতে পারে দলের অধিনায়কত্ব।

Harmanjot Singh Khabra - Indian Footballer

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, নয়া ফুটবল মরশুমে নাকি একাধিক ফুটবলারদের দেওয়া হতে পারে দলের অধিনায়কত্ব। এক্ষেত্রে হরমনজোত সিং খাবরার পাশাপাশি ব্যাপকভাবে উঠে এসেছে গতবারের অন্যতম সফল তারকা ফুটবলার ক্লেটন সিলভা ও মুম্বাই সিটি থেকে আগত তারকা মন্দাররাও দেশাইয়ের নাম।

তবে সেখানেই শেষ নয়, এমন ও শোনা যায় যে পরিস্থিতি অনুযায়ী দলের দায়িত্ব সামাল দিতে পারেন এই তিন তারকা ফুটবলারের পাশাপাশি আরও একজন খেলোয়াড়কে বেছে নিতে পারে ক্লাব। তবে বর্তমানে সেই সিদ্ধান্ত নিতে চাইবে না ম্যানেজমেন্ট। সেজন্য তিন ফুটবলারের মধ্যেই একজনকে অধিনায়ক করা হত। সেটাই হল এবার। লাল-হলুদ দলের পুরোনো সৈনিক তথা পুরোনো অধিনায়ক হরমনজোত সিং খাবরার কাঁধেই ফের উঠল দায়িত্ব। অর্থাৎ এই পাঞ্জাবি ফুটবলারের নেতৃত্বেই আজ বাংলাদেশ সেনা দলের বিপক্ষে খেলবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল।

   

আজ গোলরক্ষক হিসেবে প্রথম একাদশে রাখা হয়েছে প্রভসুখন গিলকে। এছাড়াও দলের রক্ষনভাগের দায়িত্বে থাকবেন নিশু কুমার, লালচুংনুঙ্গা, মন্দাররাও দেশাই, গুরসিমরাত গিল। অন্যদিকে একটু উপরের দিকে থাকবেন দলের পুরোনো তারকা নাওরেম মহেশ সিং। সেইসাথে নন্দকুমার শেখর, ভানলালপেকা গুইতে ও সাউল ক্রেসপো। আর আক্রমণভাগ ধার বাড়ানোর জন্য থাকছেন জাভিয়ের সিভেরিও।

উল্লেখ্য, শেষ ফুটবল মরশুমে হায়দরাবাদ দলের জার্সিতে যথেষ্ট ঝলমলে থেকেছেন সিভেরিও। ওগবেচেকে আতঙ্কের অন্যতম কারন হিসেবে দেখা হলেও পাশ থেকে দলের আক্রমণভাগে শক্তি বাড়িয়ে দিয়েছেন সিভেরিও। নতুন মরশুমে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত দলের দায়িত্বে আসার পর সিভেরিওকে পছন্দ করে। তার কথা মতোই এই তারকা ফুটবলারকে দলে টানে লাল-হলুদ। গত ফুটবল মরশুমের পর এবার কতটা কার্যকরী হয়ে উঠতে পারেন এই স্প্যানিশ ফুটবলার, এখন সেটাই দেখার।