BJP শাসিত মধ্যপ্রদেশে দলিত পরিবারকে শ্মশানেও বাধা

BJP : মোদীর ‘আচ্ছে দিন’-এ দলিত পরিবারগুলি কতটা ভাল আছে, আরও একবার তার প্রমাণ মিলল। শুধুমাত্র দলিত সম্প্রদায়ের মানুষ হওয়ার কারণে অন্ত্যোষ্টির জন্য শ্মশানের চুল্লি…

dalit

BJP : মোদীর ‘আচ্ছে দিন’-এ দলিত পরিবারগুলি কতটা ভাল আছে, আরও একবার তার প্রমাণ মিলল। শুধুমাত্র দলিত সম্প্রদায়ের মানুষ হওয়ার কারণে অন্ত্যোষ্টির জন্য শ্মশানের চুল্লি ব্যবহার করতে দেওয়া হলো না একটি পরিবারকে। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুনায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার গুনার বাসিন্দা ৭০ বছরের কানহাইয়া আহিরওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা তাকে নিকটবর্তী শ্মশানে নিয়ে গেলে ওই গ্রামের কয়েকজন তাদের শেষকৃত্যানুষ্ঠন সম্পন্ন করতে বাধা দেয়। কারণ তাঁরা দলিত পরিবারের মানুষ। যে কারণে ওই পরিবার শ্মশানঘাট সংলগ্ন একটি মাঠে কানহাইয়ার দেহ দাহ করেন।

সেই ঘটনা মোবাইলে রেকর্ড করেন এক ব্যক্তি। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও আপলোড করেন। সেই ভিডিও নজরে পড়ে পুলিশের। ভিডিয়ো ফুটেজ দেখে পুলিশ দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করে।

জানা গিয়েছে, কানহাইয়ার দেহ নিয়ে তাঁর পরিবারের লোকজনম শ্মশানে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এমনকী, বিষয়টি নিয়ে কানহাইয়ার পরিবারের সঙ্গে শ্মশানে থাকা কয়েকজনের তীব্র তর্কাতর্কি শুরু হয়। ওই গ্রামের কয়েকজন তাদের শেষকৃত্যানুষ্ঠন সম্পন্ন করতে বাধা দেয়। শেষ পর্যন্ত শ্মশানঘাট সংলগ্ন একটি মাঠে কানহাইয়ার দেহ দাহ করেন তাঁর পরিবারের সদস্যরা।

খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ তিনজনকে আটক করে। ধৃতরা হলেন নারায়ণ সিং মিনা, রামভরসে মিনা এবং দিলীপ মিনা। এরা সকলেই একই পরিবারের সদস্য। তিন অভিযুক্তকে আদালতে তোলা হলে আদালত তাদের এক সপ্তাহের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।