India China : বরফ ঢাকা সীমান্তে ১৪ ঘণ্টার গরম বৈঠক

অবশেষে হল বৈঠক। পরিস্থিতি শান্ত করতে ভারত এবং চিনের (India China) মধ্যে আবারও আলোচনায় বসেছিলেন দুই দেশের সেনা। এই নিয়ে মোট চোদ্দোবার হল দ্বিপাক্ষিক বৈঠক।…

India China

অবশেষে হল বৈঠক। পরিস্থিতি শান্ত করতে ভারত এবং চিনের (India China) মধ্যে আবারও আলোচনায় বসেছিলেন দুই দেশের সেনা। এই নিয়ে মোট চোদ্দোবার হল দ্বিপাক্ষিক বৈঠক। ২০২০ সালের মে মাসের শুরুতে সমস্যার সূত্রপাত।

এবারের বৈঠক তুলনামূলক ইতিবাচক বলে মনে করা হচ্ছে। দুই দেশের পক্ষেই শান্তি বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত। এর আগের বৈঠকে দুই দেশের মধ্যে আলোচনা হলেও মতের অমিল নিয়েই উঠতে হয়েছিল প্রতিনিধিদের। ভারতের দেওয়া প্রস্তাব মানতে নারাজ ছিল চিন। চিনের প্রস্তাবও পছন্দ হয়নি ভারতের।

চোদ্দোতম বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত। চিনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ জিনজিয়াং-এর সেনা প্রধান ইয়াং লিন। বৈঠক হয়েছিল চুসুল-মল্ডো (Chushul-Moldo) বর্ডার পয়েন্টে। ১৪ ঘন্টার এই বৈঠক শেষ হয় রাত ১০ টা বেজে ৩০ মিনিট নাগাদ।

সুত্র উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদসংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, আলোচনার অন্যতম বিষয় ছিল পেট্রোলিং পয়েন্ট ১৫। এই এলাকাকে কেন্দ্র করেই সম্প্রতি সবথেকে বেশি উত্তাপ বেড়েছিল ভারত এবং চিনের মধ্যে। ডেমচক এবং ডেপসাং নিয়েও হয়েছে আলোচনা। জানা যাচ্ছে, দুই দেশের প্রতিনিধিরাই শান্তি স্থাপনের পক্ষে মত দিয়েছেন।

বছরের শুরুতেই ভারত এবং চিনের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পূর্ব লাদাখের প্যাংগং লেকের কাছেই সেতু নির্মাণ করছে চিন সেনা। এই তথ্য সামনে আসতেই ভারতীয় সেনা বুঝিয়ে দিয়েছিল নিজেদের মনোভাব। এমনকি সীমান্তে ড্রাগন সেনা উড়িয়েছিল নিজের দেশের জাতীয় পতাকা। ভারতীয় জওয়ানরাও পাল্টা মেলে ধরেছিলেন তেরঙ্গা।