Uttar Pradesh : অন্যের ঘর ভাঙতে শুরু করল বিজেপি

নির্বাচনের আগে উত্তর প্রদেশে (Uttar Pradesh) চলছে দল ভাঙা-গড়ার খেলা। কংগ্রেসের (Congress) দুই বিধায়ক সম্প্রতি নাম লিখিয়েছে গেরুয়া শিবিরে (BJP)। সমাজবাদী পার্টির (SP) এক বিধায়কও…

Uttar Pradesh

নির্বাচনের আগে উত্তর প্রদেশে (Uttar Pradesh) চলছে দল ভাঙা-গড়ার খেলা। কংগ্রেসের (Congress) দুই বিধায়ক সম্প্রতি নাম লিখিয়েছে গেরুয়া শিবিরে (BJP)। সমাজবাদী পার্টির (SP) এক বিধায়কও গিয়েছেন সঙ্গে।

জানা গিয়েছে, সাহারানপুরের কংগ্রেস এমএলএ নরেশ সাইনি, ফিরোজাবাদের হরি ওম সাইনি এবং সমাজবাদী পার্টির ডক্টর ধর্মপাল সিং হাতে তুলে নিয়েছেন গেরুয়া পতাকা।

উত্তর প্রদেশে বিজেপিও যে খুব স্বস্তিতে রয়েছে এমনটা না। তাদেরও ঘর ভেঙেছে। ক্যাবিনেট ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন মন্ত্রী। দারা সিং চৌহান বিজেপি ত্যাগ করেছেন গতকাল। মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য-ও দলত্যাগ করেছেন। এনসিপি নেতা শরদ পাওয়ার জানিয়েছিলেন, অন্তত ১৩ জন বিজেপি বিধায়ক দল ছাড়তে চলেছেন। 

উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনে ৪০৩ টি আসনের ভাগ্য গণনা হতে চলেছে। সাত দফায় হবে নির্বাচন প্রক্রিয়া৷ দশ তারিখ থেকে শুরু হচ্ছে ভোট। উত্তর প্রদেশে সাত দফার ভোটের তারিখ- ফেব্রুয়ারির ১০, ১৪, ২০, ২৩ এবং ২৭। মার্চ মাসে ৩ ও ৭ তারিখে আয়োজিত হবে ষষ্ঠ এবং সপ্তম দফার নির্বাচন। মার্চের ১০ তারিখে গণনা।

২০১৭ সালের নির্বাচনে একছত্রভাবে জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। ৪০৩ টি আসনের মধ্যে তারা জিতেছিল ৩১২ টি আসন। মোট ভোটের নিরিখে ৩৯.৬৭ শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থীরা। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৭ টি আসন। মায়াবতীর বহুজন সমাজ পার্টির ঝুলিতে গিয়েছিল ১৯ টি আসন। কংগ্রেস জিতেছিল মাত্র ৭ টি আসনে।