Katchatheevu Controversy: ‘কংগ্রেস, ডিএমকে-র মুখোশ খুলে গেল,’ বললেন প্রধানমন্ত্রী

লোকসভা ভোটকে কেন্দ্র করে সরগরম দেশ। এরই মাঝে ভারতের একটি দ্বীপকে শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়ার মতো কংগ্রেসের সিদ্ধান্তকে তীব্র আক্রমণ করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

লোকসভা ভোটকে কেন্দ্র করে সরগরম দেশ। এরই মাঝে ভারতের একটি দ্বীপকে শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়ার মতো কংগ্রেসের সিদ্ধান্তকে তীব্র আক্রমণ করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রবিবার ভারতের কাচাথিভু দ্বীপকে (Katchatheevu Controversy) শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়ার জন্য কংগ্রেসকে আক্রমণ করেছেন। এরপর আজ সোমবার প্রধানমন্ত্রী ডিএমকে (দ্রাবিড় মুন্নেত্রা কড়গম) আক্রমণ করলেন।

আজ নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘বাগাড়ম্বর ছাড়া ডিএমকে তামিলনাড়ুর স্বার্থ রক্ষার জন্য কিছুই করেনি। সম্প্রতি, তথ্যের অধিকার আইনে (আরটিআই) একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে কীভাবে কংগ্রেস সরকারের আমলে ১৯৭৪ সালে ভারতের কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়া হয়েছিল।’

প্রধানমন্ত্রী মোদী আরও জানিয়েছেন যে, ‘কাচাথিভু নিয়ে যে নতুন বিবরণ প্রকাশিত হয়েছে তা ডিএমকে-র দ্বিচারিতা সম্পূর্ণরূপে উন্মোচিত করেছে। বস্তুত, অন্য একটি রিপোর্ট সামনে এসেছে, যাতে বলা হয়েছে, তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধি এই চুক্তির কথা জানতেন এবং তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কাচাথিভুকে শ্রীলঙ্কার হাতে তুলে দিতে রাজি হয়েছিলেন।’ প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস এবং ডিএমকেকে আক্রমণ করেছেন এবং বলেছেন যে কংগ্রেস এবং ডিএমকে একটা পারিবারিক ইউনিট। তারা শুধু নিজেদের ছেলে-মেয়েদের সামনে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে। তারা অন্য কাউকে পরোয়া করে না। কাচাথিভু দ্বীপে তাদের উদাসীনতা আমাদের দরিদ্র জেলে এবং মৎস্যজীবী মহিলাদের স্বার্থকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’