Arvind Kejriwal: সিপিআইএম দফতরে গিয়ে কেজরিওয়াল বললেন ‘মমতাদির সাথে দেখা করে এসেছি’

দিল্লির প্রশাসনিক ক্ষমতা খর্ব করতে অধ্যাদেশ এনেছে মোদী সরকার। এর বিরুদ্ধে যৌথ আন্দোলন গড়ে তুলতে চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মঙ্গলবার তিনি ও…

Arvind Kejriwal Holds Meeting with Sitaram Yechury at CPI(M) Office in Delhi

দিল্লির প্রশাসনিক ক্ষমতা খর্ব করতে অধ্যাদেশ এনেছে মোদী সরকার। এর বিরুদ্ধে যৌথ আন্দোলন গড়ে তুলতে চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মঙ্গলবার তিনি ও আপ সরকারের প্রতিনিধিরা সিপিআইএম সদর দফতরে গিয়ে সমর্থন চান।

আপনাদের ধন্যবাদ জানাই আমার অবস্থানকে সমর্থন করার জন্য। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথেও দেখা করে এসেছি। সিপিআইএম সদর দফতরে সাংবাদিকরা সম্মেলন থেকে এমনই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর পরেই দিল্লির প্রশাসনিক ক্ষমতা খর্ব করার জন্য মোদী সরকারের আনা অধ্যাদেশের বিরুদ্ধে রাজ্যসভায় ভোট দিতে সিপিআইএমের কাছে সমর্থন চান কেজরিওয়াল।

   

মঙ্গলবার সিপিআইএম সদর দফতরে যান আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মু়খ্যমন্ত্রী কেজরিওয়াল ও প্রতিনিধিরা। ছিলেন মন্ত্রী অতীশি সহ শীর্ষ আপ নেতৃত্ব। বৈঠকে ছিলেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো নেত্রী বৃন্দা কারাত ও অন্যান্য নেতৃত্ব।

আপ-সিপিআইএম বৈঠকে স্থির হয়, দিল্লির প্রশাসনিক ক্ষমতা খর্ব করার জন্য যে অধ্যাদেশ জারি করেছে মোদী সরকার, তার বিরোধিতায় কেজরিওয়ালের সরকারকে সমর্থন করবে সিপিআইএম। সাংবাদিক সম্মেলনে ইয়েচুরি বলেন, এই ধরণের পদক্ষেপ ফ্যাসিবাদী আচরণ। এ এক ধরণের স্বৈরাচারী মনোভাব।

দিল্লির মু়খ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, রাজ্যসভায় মোদী তথা বিজেপির ক্ষমতা কম। অধ্যাদেশটির বিরুদ্ধে রাজ্যসভায় বিরোধীরা ভোট দিলে সেটি আটকে যাবে।  তিনি বলেন, আমি এই অধ্যাদেশ আটকে দিতে সিপিআইএমের সমর্থন চাই। তারা আমার প্রস্তাবে সহমত বলে জানিয়েছেন।

কেজরিওয়াল বলেছেন, “মোদী সরকার দিল্লিতে তার একনায়কত্ব চালাচ্ছে, দিল্লির জনগণের অধিকার কেড়ে নিয়েছে। আজ সিপিআইএম-এর সিনিয়র নেতা সীতারাম ইয়েচুরি এবং দলের অন্যান্য নেতাদের সাথে দেখা করে এই বিষয়ে আলোচনা করেছেন। নেতারা বিশ্বাস করেন যে মোদী সরকার দিল্লির জনগণের প্রতি অবিচার করছে। সিপিআইএম দিল্লির জনগণের সমর্থনে সমাবেশ করেছে। সিপিআইএম দিল্লির জনগণকে সংসদে সমর্থন করবে। দিল্লির জনগণের তরফ থেকে আমি ইয়েচুরি সাহেব এবং অন্য সমস্ত নেতাদের অন্তর  থেকে ধন্যবাদ জানাই।”

অধ্যাদেশটির বিরুদ্ধে কেজরিওয়াল পাশে পেয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, শিবসেনা (ইউবিটি) প্রধান নেতা উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শারদ পাওয়ার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত সপ্তাহে কেজরিওয়াল মমতা সহ বাকিদের সাথে দেখা করেন।