Black Money : অফিস ক্লার্কের বাড়ি থেকে উদ্ধার প্রায় কোটি সমান কালোটাকা

Almost crores of black money recovered from office clerk's house

পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে ইডি হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি নগদ টাকা৷ এরই মধ্যে ঝাড়খণ্ডের এক বিধায়কের গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়৷ এবার মধ্যপ্রদেশ। এক ক্লার্কের বাড়ি থেকে উদ্ধার ৮০ লক্ষের অধিক কালোটাকা (black money)৷

আরও পড়ুন: vp suhair: প্রায় ৭৫ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে গোলমেশিন আনছে ইস্টবেঙ্গল

   

ভোপালে মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্টের এক ক্লার্কের বাড়ি থেকে উদ্ধার হল ৮০ লক্ষের অধিক নগদ টাকা৷ এদিন অভিযান চালায় ইওডব্লু। অভিযুক্ত ব্যক্তির নাম হিরো কেশবনী৷ জানা গিয়েছে, ইওডব্লুর আধিকারিকদের তল্লাশি চলাকালীন বিষপান করেন অভিযুক্ত৷

আরও পড়ুন: SSC Scam: আরো কালো টাকার সন্ধানে কলকাতা জুড়ে ফের ইডি হানা শুরু

ইওডব্লু সূত্রে খবর, এদিন ওই ক্লার্কের বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ কোটির অধিক টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ এছাড়াও ক্লার্ক হিরো কেশবনির কাছ থেকে ১২ টি সম্পত্তির দলিল মিলেছে। যার মূল্য ৪ কোটি টাকার অধিক বলে জানা গেছে। এখনও অবধি ওই ব্যক্তির ৩ টি গাড়ি, একটি স্কুটারের হদিশ পেয়েছে তদন্তকারী অফিসাররা৷ জানা গিয়েছে, শতপুরা ভবনের ছয় তলায় তাঁর একটি অফিসের খোঁজ মিলেছে। যেখানে আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্পের কাজ চলত বলে জানা গেছে৷

আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৩ লক্ষ টাকা দিয়ে ড্রাইভার চাকরি! TMC-BJP আকচা আকচি

মাত্র চার হাজার টাকায় কাজ শুরু করেছিল হিরো কেশবনি। সম্প্রতি সপ্তম পে কমিশন অনুযায়ী ৫০ হাজার টাকা করে মাসিক বেতন পেত সে৷ কিন্তু তাঁর বিপুল সম্পত্তি দেখে চোখ কপালে ওঠার সমান৷ বেশীরভাগ সম্পত্তির স্ত্রীর নামেই ছিল৷ এমনটাই জানাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। বিষপান করার পর কেশবনিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই বিপদমুক্ত সে৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন