SSC Scam: আরো কালো টাকার সন্ধানে কলকাতা জুড়ে ফের ইডি হানা শুরু

মঙ্গলবার গোটা  কলকাতা জুড়ে ফের ইডি হানা শুরু করল। দুটি দলে ভাগ হয়ে ইডি খুঁজছে কালো টাকা। সেই সঙ্গে প্রশ্ন, এবার কত মিলবে? দক্ষিণ কলকাতায়…

মঙ্গলবার গোটা  কলকাতা জুড়ে ফের ইডি হানা শুরু করল। দুটি দলে ভাগ হয়ে ইডি খুঁজছে কালো টাকা। সেই সঙ্গে প্রশ্ন, এবার কত মিলবে? দক্ষিণ কলকাতায় আনন্দপুর এবং ল্যান্সডাউনে অভিযান চালিয়েছে ইডি। বাকি পাঁচটি টিম শহরজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতাকে জেরা করে যাচ্ছে ইডি

ইডি সূত্রে খবর, গত কয়েক দিন ধরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে টানা জেরা করা হয়। কিন্তু পার্থর তরফে উত্তর মেলেনি। কিছু সূত্র ধরে চলছে অভিযান।

   

কোথায় টাকা? অর্পিতা যা জানাল। পড়ুন: 

SSC Scam: আমার অনুপস্থিতিতে টাকা রাখা হয়েছিল, বিস্ফোরক অর্পিতা

গত ২২ জুলাই রাজ্যের ১৪ টি জায়গায় অভিযান চালায় ইডি। সেবার অর্পিতা মুখ্যোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার করে ইডি। উদ্ধার হয় সোনার গয়না, বিদেশি মূদ্রা সহ একাধিক সম্পত্তি। এরপর একটানা ইডির হেফাজতে রয়েছেন তারা।

এদিন কলকাতার পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে ইডি-র দল হানা দিয়েছে বলে সূত্রের খবর ।

এদিন ব্লক সিক্সের ৫০৩ নম্বর ফ্ল্যাটেও অভিযান চালায় ইডির দল। মাদুরদহের ওম ভিলা আবাসনে তল্লাশি অভিযানে ইডি-র আধিকারিকরা । বরানগরের নেল আর্ট শপে ইডি-র তল্লাশি অভিযান চালানো হয়েছে। আরও কিছু কালো টাকার সন্ধানে এই অভিযান চালিয়েছে ইডি। 

উল্লেখ্য, এই মাদুরদহের আবাসনে পাহারা দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। ফ্ল্যাটের পরিচারিকা এবং কেয়ারটেকারের সঙ্গে কথাও বলেন তাঁরা। জানা গিয়েছে, এখানে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি জমি ছিল। যেখানে কয়েকজন ফ্ল্যাটও কেনেন বলে খবর।