বাড়ি চুরির ঘটনার ধৃত ১, চুরি যাওয়া বাড়ির ফ্রিজ সহ জিনিসপত্র বাজেয়াপ্ত পুলিশের

নিজস্ব সংবাদদাতা, রামনগর: বাড়ি চুরির ঘটনায় তদন্তে নেমে বড়সড় সাফল্য পেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা পুলিশ। বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রী বাজেয়াপ্ত করলো পুলিশ।…

নিজস্ব সংবাদদাতা, রামনগর: বাড়ি চুরির ঘটনায় তদন্তে নেমে বড়সড় সাফল্য পেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা পুলিশ। বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রী বাজেয়াপ্ত করলো পুলিশ। রামনগর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক সৈকত পানিগ্রাহী। তার বাড়ী রামনগর থানার মইতানা গ্রামে। সোমবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেন।

জানা গিয়েছে, সাম্প্রতিক কয়েকদিন আগে রামনগরে মইতানা গৃহস্থের বাড়িতে দুর্ধস্ব চুরির ঘটনা ঘটে। বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে জিনিসপত্র সহ লক্ষাধিক টাকা চুরি হয়। এরপর বাড়ির মালিক রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে ওই গ্রামের সৈকত পানিগ্রাহী নামে এক যুবককে পাকড়াও করে।

   

এরপর আদালত থেকে তিন দিনের নিজেদের হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ চালিয়ে বাড়ীর চুরির ঘটনায় জানতে পারে। পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্ত যুবকের বাড়ি থেকে চুরি যাওয়া বাড়ির ফ্রিজ সহ জিনিসপত্র বাজেয়াপ্ত করে। ঘটনা সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

রামনগর থানার ওসি উজ্জ্বল নস্কর বলেন, “চুরির ঘটনায় তদন্তে নেমে এক অভিযুক্ত’কে গ্রেফতার করা হয়েছে ও চুরি যাওয়া বাড়ির জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷”