Tripura: পরপর ভুল ইঞ্জেকশন প্রয়োগ, ছটফট করছে শিশুরা

চিকিৎসকের ভুলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৭ জন শিশু। যাদের অনেককে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত…

17 children Critical after they were pushed with Tripura State Govt supplied injectionlin

চিকিৎসকের ভুলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৭ জন শিশু। যাদের অনেককে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক। বুধবার ঘটনাটি ঘটেছে ত্রিপুরার (Tripura) উনকোটি জেলা হাসপাতালে।

জানা গিয়েছে যে এদিন সকালে সাড়ে ৮টা নাগাদ উনকোটি জেলা হাসপাতালে শিশু বিভাগ ডিউটিতে যান চক্ষু রোগ বিশেষজ্ঞ একজন ডাক্তার। তিনিই ১৭ জন শিশুর শরীরে ইঞ্জেকশন প্রয়োগ করেন। তারপরেই ছটফট করতে শুরু করে ওই শিশুরা। শঙ্কা এবং ক্ষোভে হাসপাতালের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন শিশুদের পরিজনেরা। সেই সময়েই হাসপাতাল থেকে পালিয়ে যায় চক্ষু রোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শিশুদের অভিভাবকদের বিক্ষোভের জেরে চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় ওই জেলা হাসপাতালে। অভিযোগ উঠতে থাকে যে হাসপাতলে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শর্মিষ্ঠা থাকার পরেও কেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে শিশুদের শরীরে ইঞ্জেকশন প্রয়োগ করানো হল? এই নিয়েই চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৈলাশহর থানার পুলিশ। পুলিশ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে, অসুস্থ শিশুদের অবস্থা বেগতিক দেখে কয়েকজনকে পড়শি রাজ্য অসমের মাকিন্দা নিয়ে যাওয়া হয়। অনেক শিশুদের আবার রাজধানী আগরতলায় নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আগরতলার জিবি হাসপাতালের অনেকে শিশু চিকিতসাধীন রয়েছে। এমন অনেক শিশু রয়েছে যাদের পরিজনদের দূরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই। কৈলাশহর জেলা হাসপাতালেই অনেকের চিকিৎসা চলছে। এই প্রতিকূল পরিস্থিতিতে ওই শিশুদের পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছে।