বিধানসভায় বিজেপির বাংলা ভাগ দাবি, সরব বাংলাপক্ষ

রাজ্যের উত্তরের জেলাগুলি উন্নয়ন থেকে বঞ্চিত সেই দাবি দীর্ঘ দিনের। গত বিধানসভা নির্বাচনের পরে উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছিলেন এক বিজেপি (BJP) বিধায়ক। একই সুর শোনা…

protest of bangla pokkho

রাজ্যের উত্তরের জেলাগুলি উন্নয়ন থেকে বঞ্চিত সেই দাবি দীর্ঘ দিনের। গত বিধানসভা নির্বাচনের পরে উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছিলেন এক বিজেপি (BJP) বিধায়ক। একই সুর শোনা গিয়েছিল বিজেপির এক সাংসদের মুখেও। এবার সেই একই দাবি উঠে এল পশ্চিমবঙ্গ বিধানসভায়। যা নিয়ে তরজায় জড়ালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং বাংলাপক্ষের (bangla pokkho) প্রধান মুখ অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়।

বুধবার স্বরাষ্ট্র দপ্তরের বাজেট সংক্রান্ত আলোচনায় বিধানসভায় দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি করলেন কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এই দাবি তিনি আগেও তুলেচিলেন তবে বিধানসভায় এই প্রথম। আর বিজেপি বিধায়ক বাংলা ভাগের দাবি তোলা মাত্রই তৃণমূল বিধায়করা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই বার্তা দিয়েছিলেন, বাংলা ভাগকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন গর্গবাবু। ট্যুইট করে তিনি লেখেন, “বাংলার বিধানসভায় বাংলা ভাগের দাবি করল বাংলা ও বাঙালির শত্রু, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির এক নির্লজ্জ বিধায়ক। লজ্জা নেই শুভেন্দু অধিকারী? সুকান্ত মজুমদার? সৌমিত্র খাঁ?” সেই সঙ্গে তিনি আরও লেখেন, “অবিলম্বে তাড়াও ঐ বাংলাদ্রোহী বিধায়ককে। সেটার জন্যও ধোকলা, লিট্টি, ভুজিয়ার দোকানের অনুমতি চাই?”

কার্শিয়াং এর বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি জানালেও বঙ্গ বিজেপির তরফ থেকে অবশ্য এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গর্গের ট্যুইটের জবাবে সৌমিত্র খাঁ পালটা লেখেন, “গর্গ চট্টোপাধ্যায়, তুমি দেখতে পাচ্ছ না আসানসোল থেকে অবাঙালি শত্রুঘ্ন সিনহা দাঁড়িয়েছে, তাকে নিয়ে তোমার কোন বক্তব্য নেই? তোমরা বাঙালি প্রতিনিধি পেলে না? পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৪০ লক্ষ বাঙালি যুবক অন্য রাজ্যে কাজ করতে যায় সেটার কথা তুমি বলছো না তুমি শুধু চাটুকারিতা করতেই ব্যস্ত!”

এখানেই শেষ হয়ে যায়নি সাংসদ এবং অধ্যাপকের তরজা। গর্গ চট্টোপাধ্যায় ফের লেখেন, “বিধানসভায় বাংলা ভাগের দাবি তুলল বিজেপি। এতে সৌমিত্র খাঁ-কে প্রশ্ন করায় উত্তর না দিয়ে আসানসোলে শত্রুঘ্ন সিনহার প্রসঙ্গ তুলল। সব দলের বহিরাগত প্রার্থীর বিরুদ্ধেবাংলাপক্ষের অবস্থান। শত্রুঘ্ন ও রাজু বিস্তা বহিরাগত- বললাম। লিখিত। একথা তোমার বলার ধক আছে সোমিত্র? ফুস! লজ্জা!”

<

p style=”text-align: justify;”>ইতিমধ্যেই রাজ্যভাগের চক্রান্তের বিরুদ্ধে পথে নামার কথা ঘোষণা করেছে বাংলাপক্ষ। ওই সংগঠনের শীরড়ষ স্তরের নেতা কৌশিক মাইতি জানিয়েছেন যে বিজেপির বাংলার ভাগের চক্রান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে বাংলা জুড়ে পথে নামছে বাংলাপক্ষ। বাংলা ভাগের পক্ষে এখনও কোনও রাজনৈতিক দল প্রকাশ্যে মতামত প্রদান করেনি। তবে এদিনের বিধানসভার ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক বহুদূর ছড়াবে, তা নিয়ে কোন সন্দেহ নেই।