#Tollywood শহরে ঘটে চলেছে একের পর এক বিস্ফোরণ। কে বা কারা রয়েছেন এই বিস্ফোরণ ঘটানোর পিছনে! সেই তদন্তের ভার পড়ে এটিএস অফিসার ইমত্তিয়াজ কবির এবং তার টিমের ওপর। তদন্ততে নেমে আরও বড় ষড়যন্ত্রের দেখা পায় ইমতিয়াজ। এরপরই সামনে আসে এক নতুন সন্ত্রাসবাদের চেহারা। শত্রুকে ঘায়েল করতে নেমে তার প্রিয় টিম মেম্বারকে হারায় ইমতিয়াজ। এরপর তারা কি পারবে এই শহরকে রক্ষা করতে?
‘এখনও রাস্তার পাশে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খাই’
এমনই একটি বিষয়কে কেন্দ্র করে আসতে চলেছে প্রীতম মুখোপাধ্যায়ের ছবি ‘জয় হিন্দ’।সদ্যই হয়ে গেল ছবির নাম ঘোষণা।শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং।
অবশেষে হানিমুনে যশ-নুসরত! ডেস্টিনেশন কি জানেন?
<
p style=”text-align: justify;”>রূপক চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এই ছবির সংলাপ লিখেছেন দেবারতি ভৌমিক।অভিনয় করেছেন শতাফ ফিগার,ইন্দ্রনীল সেনগুপ্ত,রাজনন্দিনী পাল এবং পলি চ্যাটার্জী।’জয় হিন্দ’ ছবিটি তৈরি হয়েছে মূলত সন্ত্রাসবাদের ওপর ভিত্তি করে।এই ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতার বেশ কিছু বস্তি এলাকা চিহ্নিত করা হচ্ছে। রিয়েল লাইফ লুক এন্ড ফিল এর ওপর জোর দিচ্ছেন পরিচালক।