সবকিছু তৈরি। শুধু যাওয়াটুকু বাকি। বাম থেকে রাম হয়ে এবার তৃণমূল কংগ্রেসের দিকে দৌড়তে শুরু করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু (Khagen murmu)। জেলা বিজেপি নিশ্চিত ‘খগেন দা’ যাচ্ছে। জেলা টিএমসি নিশ্চিত খগেন মুর্মু আসছেন। আর পুরনো দল সিপিআইএম নিশ্চিত, ‘কামাই আরও বাড়বে বলেই যাচ্ছে’।
খগেন মুর্মু যে বিজেপি ত্যাগ করতে চলেছেন তার আভাষ মিলছিল পুরভোটের আগেই। বিশেষকরে চার পুরনিগমের ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের পরেই তিনি দলত্যাগ সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
শিলিগুড়ি পুরনিগম জয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রীর আলিপুরদুয়ার সফরে সরকারিভাবে উত্তরবঙ্গের সাংসদ খগেন মুর্মু ছিলেন। আদিবাসী উন্নয়ন পর্ষদের সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংসদ গেছেন বলে বিজেপি জানালেও গুঞ্জন ছিল বেশি। সেই গুঞ্জনে আরও হাওয়া লাগে খোদ আলিপুরদুয়ারের সাংসদ জন বারলাকে ঘিরে। তিনিও বিজেপি ত্যাগের পথে বলেই খবর।
এদিকে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে ঘিরে গুঞ্জন প্রবল। জেলা তৃণমূল কংগ্রেসের নেতারা মনে করছেন, পঞ্চায়েত ভোটের আগেই খগেন মুর্মু চলে আসবেন। যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিজেপির সাংসদ। খগেন মুর্মু জানান, সবই অপপ্রচার।
সিপিআইএম থেকে বিজেপি হয়ে টিএমসির দিকে যাওয়া নিশ্চিত খগেন মুর্মুর। জেলা বিজেপি নেতাদের একাংশের ধারণা, যেভাবে সংগঠন ও সমর্থনে ধস নেমেছে। তাতে সাংসদদের অনেকেই যোগাযোগ করছেন টিএমসির সঙ্গে।
ধারণা, পুরনিগম ও পুরভোটে বিজেপি নেমেছে তৃতীয় স্থানে। সিপিআইএম উঠে এসেছে দ্বিতীয় স্থানে। উত্তরবঙ্গে বিজেপির অস্তিত্ব শুধুমাত্র বিধায়ক ও সাংসদ সংখ্যায়।