Shatrughan Sinha: কংগ্রেস কি ছেড়েই দিলেন ‘বিহারীবাবু’, আসানসোলের টিএমসি প্রার্থী কী বললেন

পশ্চিম বর্ধমানের আসানসোলে লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) প্রার্থী করে চমক দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কিন্তু তৈরি হয়েছে বিতর্ক।…

পশ্চিম বর্ধমানের আসানসোলে লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) প্রার্থী করে চমক দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কিন্তু তৈরি হয়েছে বিতর্ক। আসন্ন ভোটে এই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন একদা বিজেপি সরকাকের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পরে কংগ্রেসে যাওয়া শত্রুঘ্ন সিনহা। সর্বশেষ বিহারের পাটনা সাহিব থেকে লড়ে তিনি পরাজিত হন।

ইতিমধ্যে আসানসোলে ‘বিহারী বাবু’র নামে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সিনহাকে কটাক্ষ করে বহিরাগত বলা হচ্ছে বিজেপি ও সিপিআইএমের তরফে। যদিও তোয়াক্কা করছেন না শত্রুঘ্ন সিনহা। লোকসভা উপ-নির্বাচনের জন্য আসানসোল থেকে প্রার্থী করার জন্য মমতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শত্রুঘ্ন সিনহা। তিনি জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের ভবিষ্যৎ ধরে রেখেছেন। সারা দেশে ‘খেলা হবে’ সম্প্রসারণের জন্য আমি তার হাতকে আরও শক্তিশালী করব।”

শত্রুঘ্ন বলেন, “খেলা হবে” ছিল গত বছরের বাংলার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধের চিৎকার যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপির অপ্রতিরোধ্য শক্তির বিরুদ্ধে তৃণমূলকে বিজয়ী হতে দেখেছিল।’

কংগ্রেস ছেড়ে দিলেন? এই প্রশ্নের জবাবে অস্বস্তি পড়েন বিহারী বাবু। কংগ্রেস ত্যাগের বিষয়েখোলসা করে কিছু না বললেও তিনি জানান, ‘আমি শুধু এটুকুই বলব যে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গরিবের কল্যাণের লড়াইয়ে সামিল হয়েছি।’

তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লোকসভা উপনির্বাচনে আসানসোল থেকে টিএমসি প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করায় আমি সম্মানিত বোধ করছি। মমতা দিদি একজন সফল রাজনীতিবিদ, যিনি বর্তমান সরকার কর্তৃক অনুসৃত ‘বিভাজনমূলক রাজনীতির’ বিরুদ্ধে জাতির ভবিষ্যতের আশা ধরে রেখেছেন।’

বহিরাগত ইস্যুতে তিনি জানান, ‘আমাকে কেউ কীভাবে ‘বহিরাগত’ বলতে পারে? আমার ‘জন্মভূমি’ বিহারের মতো বাংলাও বরাবরই আমার দুর্বলতা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘অন্তর্জলি যাত্রা’সহ অসংখ্য সিনেমা বাংলা ভাষায় করেছি।’

শত্রুঘ্ন জানান, ‘সর্বোপরি আসানসোলে আমার প্রিয় বাঙালি জনগণ ছাড়াও, বিহার, ঝাড়খন্ড এবং অন্যান্য জায়গা থেকে আসা নাগরিকরা সেখানে প্রচুর সংখ্যায় বাস করছে। আমাকে যদি আসানসোলে ‘বহিরাগত’ বলা হয়, তাহলে আপনি কি বারাণসী থেকে নির্বাচনে লড়ার জন্য প্রধানমন্ত্রীর জন্য একই কথা বলবেন?’

তৃণমূলকে বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দেশের জন্য ভালো কিছু করার জন্য নতুন ও ভালো দিকে যাওয়া উচিত।’