Sandipta Sen: ফিলিপিন্স ট্রিপ প্রেমিক সৌম্যর সঙ্গে, সেখানে খোলামেলা ছবিতে ভাইরাল সন্দীপ্তা

81
sandipta-sen-philippines-trip-picture-goes-viral

রাহুল, রুকমা, সন্দীপ্তা (sandipta sen) ত্রিকোন প্রেমের রসায়ন ভেঙে, টলিপাড়ার নতুন প্রেমের গল্পের নায়িকা সন্দীপ্তা ও সৌম্য। ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তারপর থেকেই শুরু হয়েছে নানা মুনির নানা কথা। আর এসবের মাঝে ঘি দিলেন স্বয়ং সন্দীপ্তা।

প্রেমিকের সঙ্গে বিদেশ সফরও করে এসেছেন সন্দীপ্তা। একসঙ্গে ফিলিপিন্সে বেড়াতে গিয়েছিলেন দু’জনে। সঙ্গে অবশ্য ছিলেন তাঁর বেশ কিছু বন্ধুবান্ধবও। সেই বিদেশ সফরের নানা মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রতিটি ছবিতে খোলামেলা পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

sandipta-sen-philippines-trip-picture-goes-viral

অন্যান্য অভিনেতার মতো সম্পর্ক নিয়ে রাখঢাক নেই সন্দীপ্তার। তাঁর কথায়, “রাখঢাক করে কী হবে? দুই বাড়ি থেকেই সবাই সব কিছু জানে। তবে এই খবর প্রকাশ্যে আসতে সৌম্য কিছুটা অস্বস্তিতে। ও তো এই সবে একদমই অভ্যস্ত নয়। আমি নায়িকা। আমার কাছে খুব একটা নতুন নয় এই সব কিছু। কিন্তু সৌম্য তো খুব লজ্জায় পড়েছে।” আপাতত বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁদের। সদ্য লম্বা বিদেশ সফর করে ফিরেছেন নায়িকা। এ বার নতুন কাজের অপেক্ষা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Facebook পেজ)