Maharashtra Crisis: রাজ্যপাল সাক্ষাতে ফড়নবিশ, শিব সেনার বিদ্রোহীরা যুদ্ধে নামছেন

দিল্লি থেকে ফিরেই রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন মহারাষ্ট্রের (Maharashtra) প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। (Devendra Fadnavis) সূত্রের খবর, সরকার গঠন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে কথা…

Minister Devendra Fadnavis leaves for Raj Bhavan

দিল্লি থেকে ফিরেই রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন মহারাষ্ট্রের (Maharashtra) প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। (Devendra Fadnavis) সূত্রের খবর, সরকার গঠন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে কথা শুরু হয়েছে। খুব শীঘ্রই শিব সেনার বিক্ষুব্ধ শিবিরের বিধায়করা ফিরতে পারেন মুম্বইতে।

বিজেপি সূত্রে খবর, দিল্লি গেছেন বিজেপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷ অন্যদিকে, গুয়াহাটি থেকে দিল্লি যান একনাথ শিন্ডে। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর মুম্বই ফিরে সোজা রাজভবনে যান।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সূত্র মারফত জানা যাচ্ছে, আট জন নির্দল বিধায়কদের সমর্থন নিয়ে আস্থা ভোটের দাবি জানাতেই রাজ্যপালের কাছে হাজির হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার মহারাষ্ট্রে আস্থা ভোট হতে পারে। তাতে উদ্ভব ঠাকরে শিবির যেমন সংখ্যাগরিষ্ঠতা হারাবে। পাশাপাশি মহাবিকাশ আগাধি সরকারের মেয়াদ শেষের পথে এমনটাই দাবি করছে বিজেপি।

অন্যদিকে, সরকার বাঁচাতে তৎপর উদ্ভব শিবির। আগামীকাল মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। উদ্ধব সরকারের মন্ত্রী সুভাষ দেশাই জানিয়েছেন, সরকারে সমস্ত কিছু স্বাভাবিক চলছে। কিন্তু দিল্লি থেকে ফিরে রাতেই যে ঘটনা দেবেন্দ্র ফড়নবিশ করলেন তাতে ঘুম উড়েছে উদ্ভব শিবিরের। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে আস্থা ভোটে অংশগ্রহণ করবেন উদ্ভব ঠাকরে নাকি আগে থেকেই দেবেন ইস্তফা, চলছে আলোচনা।