Solanki Roy: ‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করতে হয় না’- দেব-মিমি-নুসরতদের এইভাবে ‘ঠুকলেন’ শোলাঙ্কি!

Solanki Roy: ‘আমরা গোটা পরিবার রাজনৈতিক। তবে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তাঁদের নিজেদের মতামত আছে। চর্চার মধ্যে থাকে। আমার বাবা তো একটা সময় দারুণ…

Solanki Roy

Solanki Roy: ‘আমরা গোটা পরিবার রাজনৈতিক। তবে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তাঁদের নিজেদের মতামত আছে। চর্চার মধ্যে থাকে। আমার বাবা তো একটা সময় দারুণ ভাবে ছাত্র রাজনীতি করতেন। তখনও এসএফআই হয়নি। সবে সিপিআইএমের স্টুডেন্ট উইং তৈরি হয়েছে আর কী। ফলে আমি ওই পরিবেশে বড় হয়েছি। এছাড়া নিজেও একটা সময় ভীষণ রাজনীতি করেছি। মন প্রাণ দিয়ে এসএফআই করতাম।’ এদিন রাজনীতি করার প্রসঙ্গে তুলে এমনটাই বললেন শোলাঙ্কি রায়।

আবারও কি নায়িকা রাজনীতিতে যোগ দিতে চাইবেন! সে উত্তরেও অভিনেত্রীর জবাব স্পষ্ট। বললেন, ‘যেহেতু রাজনীতিটা করেছি সেই জন্যই আসব না। আমি জানি বিষয়টা। তবে এটা বলব মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করতে হয় না। কোনও রাজনৈতিক ছাতার দরকার হয় না। সোনু সুদ যখন কাজ করেছিলেন করোনার সময় তখন তাঁরও লাগেনি। আর রাজনীতিটা একটা ফুল টাইম কাজ। অভিনয়ের পাশাপাশি এটা হয় না। যাঁরা পারেন তাঁরা দক্ষ। আমি নই।’

নায়িকা এদিন আরও জানিয়েছেন যে ‘আসতে আসতে অনেক জিনিস বুঝেছি। রাজনীতি নিয়ে ধারণা পাল্টেছে। আমি অরাজনৈতিক বলব না। আমি আদ্যোপান্ত পলিটিক্যাল একজন মানুষ। তবে এটা বলব আসলে সবটাই রাজনীতি নির্ধারণ করে।’ সোজাসাপ্টা কথা বলে স্বস্তিকা, ইমনদের পাশাপাশি নিজের জায়গাটি করে নিয়েছেন শোলাঙ্কি। এবার অভিনয় আর রাজনীতি একসঙ্গে হয় না বলে নিজের মতামত জানিয়ে তিনি কি তৃণমূল রাজনীতির মাইলফলক দেব-মিমি-নুসরতদের কিছুটা খোঁচা দিতে চাইলেন! সে উত্তর যদিও অধরা।