Anurag Thakur: ক্রিয়েটিভির নামে গালিগালাজ বন্ধে নয়া নীতি আনছে নয়াদিল্লি

32
Anurag Thakur: ক্রিয়েটিভির নামে গালিগালাজ বন্ধে নয়া নীতি আনছে নয়াদিল্লি
Advertisements

রবিবার নাগপুরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেছেন, তিনি সৃজনশীলতার নামে গালিগালাজ সহ্য করবেন না। তিনি বলেছিলেন যে সরকার ওটিটি প্ল্যাটফর্মগুলিতে আপত্তিজনক এবং অশ্লীল বিষয়বস্তুর বৃদ্ধির অভিযোগের বিষয়ে গুরুতর। মন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে আমরা এ বিষয়ে বিবেচনা করব। তিনি বলেছিলেন যে এই প্ল্যাটফর্মগুলিতে সৃজনশীলতার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছিল। অশ্লীলতা ও অশ্লীলতার জন্য নয়।

মন্ত্রী আরও বলেন, সৃজনশীলতার নামে কেউ নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে। গালিগালাজ ও অসভ্যতা কোনো মূল্যে মেনে নেওয়া হবে না। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে সরকার পিছপা হবে না।

Advertisements

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত যে প্রক্রিয়া চলছে তাতে প্রযোজককে প্রথম স্তরে সেসব অভিযোগ দূর করতে হবে। ৯০-৯২% অভিযোগ তাদের নিজস্ব পরিবর্তন করে মুছে ফেলা হয়। তারপরে সমিতি তার স্তরে অভিযোগের প্রতিকার করে। যার মধ্যে বেশিরভাগ অভিযোগও চলে যায়। এরপর যখন সরকারের পর্যায়ে মামলার অভিযোগ আসে, তখন বিভাগীয় কমিটিতেও যে নিয়ম আছে, সে অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

Advertisements

মন্ত্রী বলেন, অভিযোগ আগের তুলনায় দ্রুত বেড়েছে।বিষয়টি অধিদপ্তর অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, এ বিষয়ে আমাদের কিছু পরিবর্তন করতে হলেও আমরা তা গুরুত্ব সহকারে নেব। একই সঙ্গে দেশবিরোধী সংবাদে স্থান না দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, যারা দেশের ঐক্য নিয়ে ছিনতাই করছে তাদের থেকে গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে। অনুরাগের এই বক্তব্যকে রাহুল গান্ধীর কেমব্রিজের বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখানো হচ্ছে।

Advertisements