Hong Kong: ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলছে আগুনে মানুষে টানাটানি, দমবন্ধকর পরিস্থিতি

News Desk: হাজার হাজার মানুষের চোখ উপরে। মোবাইল বের করে ভয়াবহ মুহূর্তের ছবি তুলছেন অনেকে। ভিতরে অর্থাৎ হংকংয়ের (Hong Kong) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ছড়িয়েছে আগুন।…

hong-kong-world-trade-fire

News Desk: হাজার হাজার মানুষের চোখ উপরে। মোবাইল বের করে ভয়াবহ মুহূর্তের ছবি তুলছেন অনেকে। ভিতরে অর্থাৎ হংকংয়ের (Hong Kong) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ছড়িয়েছে আগুন। চলছে আগুনে মানুষে টানাটানি।

সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, হংকংয়ের (Hong Kong) বিখ্যাত প্রাচ্যের ওয়ার্ন্ড ট্রেড সেন্টারে অগ্নিকান্ড। ভিতরে আটকে পড়েছেন কমপক্ষে ৩০০ জন।

চিনা সংবাদ সংস্থা জিনহুয়ার খবর, ভিতরে দমবন্ধকর পরিস্থিতি। যারা আটকে পড়েছেন কোনওরকমে সোশ্যাল মিডিয়ায় বা ফোন করে পরিচিতদের জানিয়েছেন।

hong-kong-world-trade-center

বিবিসি ও জাপান টাইমসের খবর, ভিতর থেকে কয়েকজনকে বের করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, বুধবার দুপুরে হংকংয়ের কজওয়ে বে এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ৩৮ তলা ভবনটিতে আগুন ধরে।

hong-kong-world-trade-center

ঘিঞ্জি বসতিপূর্ণ বিশ্বের অন্যতম ব্যাস্ত বাণিজ্য নগরীতে এই অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দ্রুত। হংকং প্রশাসন দ্রুত উদ্ধার কাজে নেমেছে।

<

p style=”text-align: justify;”>হংকং প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ওয়াটার জেটের মাধ্যমে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এই ভবনটিতে বিভিন্ন দোকানের ক্রেতা এবং দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্টে যাওয়া ব্যক্তিরাও আটকে পড়েছেন।