Dev-Rukmini love: বাংলার হিট জুটির নিভৃতে গোপনে ঘুরতে যাওয়ার ছবি ফাঁস

140
Dev-Rukmini Maitra is a Bengali witness of juicy love
Advertisements

রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) নামটি শুনলেই বাঙালি দর্শকদের আরো একটি নাম তাদের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে যার নাম তিনি হলেন দেব। বর্তমানে টলিউড সিনেমা জগতে এই দুই অভিনেতা অভিনেত্রী দেব-রুক্মিণী জুটি নামে পরিচিত। অভিনেত্রী রুক্মিণী মৈত্র 2017 সালে চ্যাম্প সিনেমার মাধ্যমে অভিনেতা দেবের হাত ধরে টলিউড জগতে তার অভিষেক ঘটে।

তারপর থেকে একে একে এই জুটি বাংলা সিনেমা জগতের দর্শককে বহু হিট সিনেমা প্রদান করেছেন। এই হিট জুটি একের পর এক হিট সিনেমা প্রদান করার পর থেকে এবং সব সময় এদেরকে একে অপরের সাথে দেখতে পাওয়ার জন্য বাংলা দর্শকদের অনুমান গোপনে এই দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে রসালো কোন প্রেমের রসায়ন সৃষ্টি হয়েছে।

Advertisements

Advertisements

বর্তমানে এই জুটি স্টার জলসায় এক নাচের রিয়েলিটি শোয়ের বিচারক আসনের স্থান গ্রহণ করে রয়েছেন। 2017 সালের পর থেকে বাংলার দর্শকেরা এই জুটিকে অফুরন্ত ভালোবাসা দিয়ে গেছেন এবং তাদের এই জুটিকে সমর্থন করেছেন। দেব রুক্মিণী তারা তাদের সারা বছরের কাজের ফাঁকে মাঝেমধ্যেই নিভৃতে গোপনে আড়ালে ঘুরতে বেরিয়ে পড়ে আর তা বোঝা যায় তাদের একসাথে ইনস্টাগ্রামে ফটো পোস্ট করা দেখেই। দেব রুক্মিণীর এমনই এক বেড়াতে যাবার ফটো সদ্য ইনস্টাগ্রামে পোস্ট করা দেখেই এই জুটির অগুনিত ভক্তদের মন্তব্যে ভরে গেছে তাদের কমেন্ট বক্স। এই হিট জুটি নিভৃতে গোপনে সময় কাটাবে বলে দেশের বাইরে সুদূর গ্রিসে পাড়ি দিয়েছে। ইতিমধ্যেই দেবে সদ্য মুক্তিপ্রাপ্ত কাছের মানুষ সিনেমাটি দর্শকদের মন কেড়ে নিয়েছে।

Advertisements